মুম্বই : দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত দিল্লিতে প্রয়াত বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee) বাবা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিছুদিন আগেই শ্যুটিং থেকে অসুস্থ বাবাকে তড়িঘড়ি দিল্লি যান 'দ্য ফ্যামিলি ম্যান' অভিনেতা মনোজ বাজপেয়ী। 'SHE' পরিচালক অবিনাশ দাস টুইটারে খবরটি জানিয়ে আবেগপ্রবণ কিছু কথাও শেয়ার করেছেন। তিনি লেখেন যে, 'মনোজ ভাইয়ার বাবা প্রয়াত। ওঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলো মিস করছি। এই ছবিটা আমি ভিতিওয়ারা আশ্রমে তুলেছিলাম। অসম্ভব ভালো মানুষ ছিলেন। ছেলের অসম্ভব সাফল্য থেকে তিনি নিজেকে সবসময় দূরেই রাখতেন। খুব ভালো মানুষ ছিলেন। প্রার্থনা।'

আরও পড়ুন - Mumbai Rave Party: আটক বলিউড সুপারস্টারের ছেলে, মুম্বইয়ের প্রমোদতরীর রেভ পার্টিতে কীভাবে হানা দেন NCB অফিসাররা?

আরও পড়ুন - সামান্থা-নাগার বিচ্ছেদের খবরে ভারাক্রান্ত মনে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কিংবদন্তি নাগার্জুন?

সূত্রের খবর আজ দুপুরেই দিল্লির নিগম বোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার বাবার।

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হন অভিনেতা মনোজ বাজপেয়ীর বাবা। খবর পেয়েই শ্যুটিং স্থগিত রেখে 'ডায়াল ১০০' অভিনেতা দিল্লি পৌঁছন। হাসপাতালেই চিকিৎসা চলছিল মনোজ বাজপেয়ীর বাবার। কিন্তু শেষ রক্ষা হল না। মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

আরও পড়ুন - Mumbai Rave Party: মাদক-যোগে আটক বলিউডের নামী অভিনেতার ছেলে

আরও পড়ুন - Mumbai Rave Party: মুম্বই রেভ পার্টি থেকে মাদক মামলায় আটক ৮ জনের নাম প্রকাশ করল NCB

সদ্যই 'দ্য ফ্যামিলি ম্যান টু'-এ অসাধারণ অভিনয়ের জন্য এশিয়ান অ্যাকাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মনোজ বাজপেয়ী। এছাড়াও চলচি বছরের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন অ্যাওয়ার্ডসে এই ওয়েব সিরিজের জন্য়ই তাঁর অভিনয় দক্ষতা স্বীকৃতি পেয়েছে। খুব শীঘ্রই অভিনেতাকে 'কুরূপ' এবং 'ডেসপ্য়াচ'-এ দেখা যেতে চলেছে।