মুম্বই : মুম্বই রেভ পার্টি থেকে মাদক কান্ডে আটক আটজনের নাম প্রকাশ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এএনআই সূত্রে খবর, আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইস্মিত সিংহ, মাহক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়া নামে আটজনকে আটক করা হয়েছে। জানিয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়ারখেড়ে।


আরও পড়ুন - Mumbai Rave Party: আটক বলিউড সুপারস্টারের ছেলে, মুম্বইয়ের প্রমোদতরীর রেভ পার্টিতে কীভাবে হানা দেন NCB অফিসাররা?



প্রসঙ্গত, মাদক-যোগে আটক করা হয়েছে বলিউডের নামী অভিনেতার ছেলেকে। গতকাল মুম্বই থেকে গোয়া যাওয়ার পথে, মাঝ সমুদ্রে কর্ডেলিয়া নামে ওই প্রমোদ তরীতে চলছিল রেভ পার্টি। সেখানে হানা দেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। বলিউডের নামী অভিনেতার ছেলে-সহ ৮ জনকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে কোকেন, চরস, এমডিএম-এর মতো মাদক। এনসিবি সূত্রে খবর, অভিনেতা-পুত্র দাবি করেন, তাঁকে অতিথি হিসেবে ক্রুজ পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁর নাম করেই ডাকা হয় অন্যদের। এনসিবি-র দাবি, শার্ট ও প্যান্টের সেলাই ও মহিলাদের পার্সের হ্যান্ডলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। তারকা-পুত্রের লেন্স বক্সের মধ্যে মাদক মেলে। প্রমোদ তরীর রেভ পার্টি থেকে দিল্লির দুই ব্যবসায়ীর মেয়েকেও আটক করা হয়েছে। এই ঘটনায় মাদক আইনে রুজু হয়েছে মামলা।


আরও পড়ুন - Mumbai: ক্রুজ পার্টিতে NCB-এর হানা, আটক দশে বলিউডের তারকা পুত্র?


এএনআই সূত্রে জানা গিয়েছে, এনসিবি-র এক কর্তা জানিয়েছেন যে, কিছুদিন আগেই তাঁদের কাছে খবর আসে মুম্বই থেকে গোয়া যাওয়ার ক্রুজে রেভ পার্টি হওয়ার। এরপরই সেখানে সাধারণ যাত্রী সেজে পৌঁছে যান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, এনসিবির এক অফিসার জানিয়েছেন যে, পার্টিতে তাঁরা অনেককেই মাদক সেবন করতে দেখেন। প্যান্টের সেলাইয়ের মধ্যে, মহিলাদের হাত ব্যাগের হ্যান্ডলের মধ্যে, অন্তর্বাসের সেলাইয়ে মধ্যে এবং জামার কলারের সেলাইয়ের মধ্যে মাদক লুকিয়ে রাখা হয়েছে দেখেন তাঁরা। সমস্ত তথ্য সংগ্রহ এবং যাচাই করার পরই সেখানে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেন তাঁরা।