কলকাতা: প্রয়াত অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র (Manoj Mitra Demise)। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ। ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়। এদিন নিমতলা শ্মশানে শেষকৃত্য হবে তাঁর। তার আগে রবীন্দ্র সদনে গান স্যালুটে তাঁকে শেষবিদায় জানানো হয়। 


প্রয়াত মনোজ মিত্র: বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন। ভর্তি করা হয়েছিল সল্টলেকের বেসরকারি হাসপাতালে। সুস্থ হয়ে বাড়িও ফেরেন। আজ সকাল ৮টা ৫০ মিনিটে সল্টলেকের ক্যালকাটা হার্ট ক্লিনিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান নাট্য ব্যক্তিত্ব। দুপুর ১টায় হাসপাতাল থেকে সল্টলেকের বৈশাখীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর ৩টে থেকে অ্যাকাডেমি চত্বরে শায়িত ছিল মরদেহ। মুখ্যমন্ত্রী জানান, গ্যান স্যালুটে বিদায় জানানো হবে প্রয়াত নাট্য ব্যক্তিত্বকে।


১৯৩৮ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশের সাতক্ষীরায় জন্ম মনোজ মিত্রর। দেশভাগের পর বসিরহাটে স্কুল জীবন শুরু।  দর্শনে স্নাতক হন স্কটিশচার্চ কলেজ থেকে, পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। ছোটবেলাতেই যাত্রা ও নাট্য চর্চায় হাতেখড়ি মনোজ মিত্রর। তপন সিংহ-র ছবি বাঞ্ছারামের বাগানে তাঁর অভিনয় চিরদিনের জন্য জায়গা করে রেখেছে বাঙালির হৃদয়ে। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মত পরিচালকের বহু ছবিতে অসামান্য অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। নাট্যমঞ্চেও মনোজ মিত্র কিংবদন্তী। স্কটিশচার্চ কলেজের বন্ধুরা মিলে তৈরি করেন নাটকের দল ‘সুন্দরম’। সাজানো বাগান, পরবাস, চাক ভাঙা মধু, নরক-গুলজার, রাজদর্শন, যা নেই ভারতে--একশোরও বেশি নাটক লিখেছেন। তাঁর নাটক হয়ে উঠেছে জীবন-দর্পণ। 


মনোজ মিত্রর প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। সোশাল মিডিয়ায় পোস্ট করে শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, "বঙ্গবিভূষণ মনোজ মিত্রর প্রয়াণে শোকাহত। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানাই।''





 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: Tab Controversy: জেলায় জেলায় ট্যাব 'কেলেঙ্কারি', CID তদন্ত দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের