নয়াদিল্লি : ক্রিকেট খেলায় একটা কথা আছে। 'স্কোরবোর্ড এক গাধা'। ফুটবল খেলায় এরকম কোনও কথা নেই। না। তিনি সবথেকে বেশি গোল করেননি। তাই পরিসংখ্যান দিয়ে ক্রিকেটের মতোই ফুটবলেও বোধহয় কথা বলা যায় না। এই ইকুয়েশন, পারমুটেশন - কম্বিনেশন দিয়েই বোধহয় ভদ্রচিত ইমেজ ছাড়াও এই পৃথিবীর সমস্ত ফুটবলপ্রেমীদের মনে যে লোকটা প্রয়াণের পরও বিরাজ করেন, তাঁর নাম দিয়োগো আর্মান্দো মারাদোনা (Maradona)। আজ ৩০ অক্টোবর। জন্মদিন ফুটবল রাজপুত্রের। মারাদোনাকে নিয়ে অ্যামাজন প্রাইম ভিডিও তৈরি করছে একটি সিরিজ 'মারাদোনা - ব্লেসড ড্রিম'। সিরিজটি মোট দশটি এপিসোডের। প্রত্যেকটি এক ঘণ্টা করে। বিতর্কিত ফুটবল রাজপুত্রের গোটা জীবন এই সিরিজে তুলে ধরা হচ্ছে। খুয়ান পালামিনো এবং নিকোলাস গোল্ডস্মিট মারাজোনার বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করেছেন। এই সিরিজে দেখা যাবে এমন কিছু ঘটনাও যেগুলো সম্পর্কে মানুষের তেমন জানা নেই।
সিরিজে রয়েছে মারাদোনার গোটা ফুটবল কেরিয়ার। তাঁর বিতর্কিত জীবনযাপন। কখনও মাদক, কখনও অবাধ যৌনতা, কখনও রাষ্ট্রনায়ক থেকে ফিফার বড় কর্তাদের অপদস্থ করা। সবই তুলে ধরা হয়েছে এই সিরিজে। এই সিরিজ শুরু হওয়ার আগেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। ইতিমধ্যে আর্জেন্টিনার আদালতে চলে গিয়েছে তাঁর প্রাক্তন স্ত্রী তথা প্রথম স্ত্রী ক্লাউদিয়া। তাঁর বক্তব্য, এই সিরিজে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো দেখানো উচিৎ নয়। যদি ওই নির্দিষ্ট দৃশ্যগুলো বাদ না দিয়ে সিরিজটি দেখানো হয়, তাহলে তিনি আবারও আইনের সাহায্য নেবেন।
বুয়েনস এয়ার্সের বস্তি থেকে বড় হওয়া একটি ছেলে কীকরে গোটা পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলার হয়ে উঠলেন, কীকরে কপর্দকহীন থেকে কোটিপতি হয়ে গিয়েছিলেন, কীকরে ফিদেল কাস্ত্রো থেকে উগো সাভেজের বন্ধু হয়ে গিয়েছিলেন, আর কীকরেই বা এই পৃথিবীর বহু মানুষের শত্রু হয়ে গিয়েছিলেন, এই সবই তুলে ধরা হয়েছে 'মারাদোনা - ব্লেসড ড্রিম' সিরিজে। প্রসঙ্গত, মূল সিরিজটি স্প্যানিশ ভাষাতেই তৈরি হয়েছে। তবে, ভারতে এটি মোট পাঁচটি ভাষায় দেখা যাবে। হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলুগু এবং মালায়লম ভাষায় দর্শকরা সিরিজটি দেখতে পাবেন।
অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়ার মার্কেটিং ডিরেক্টর সুশান্ত শ্রীরাম বলেছেন, ''মারাদোনা - ব্লেসড ড্রিম' শুধুই মারাদোনার জীবনকে জানার জন্য নয়। প্রত্যেকরা পরতে পরতে উপভোগ করার। ভারতে মোট পাঁচটি ভাষায় এই সিরিজটি দেখানো হবে ভেবেই উত্তেজনা অনুভব করছি।' অগনিত ফুটবলপ্রেমী এবং দর্শকরাও কি নয়?