ABP news on Koo: হিন্দি এবং ইংরেজি বাদেও এবিপির খবর এখন পাবেন একাধিক আঞ্চলিক ভাষাতেও। এবিপি নিউজের বিভিন্ন প্ল্যাটফর্মে, আপনি দেশ ও বিশ্বের সর্বশেষ খবরগুলি দেখতে পাবেন একাধিক ভাষায়। এর সঙ্গে এবিপি আনন্দে ভাইরাল ভিডিও এবং বিভিন্ন বিষয়ে সঠিক বিশ্লেষণও দেখতে পাবেন। ফেসবুক, টুইটার, ইউটিউবের পাশাপাশি এবার কু- অ্যাপটিতে পাবেন এবিপি আনন্দের যাবতীয় খবর। এবিপি আনন্দ চ্যানেলের সঙ্গে সঙ্গে ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা সঠিক খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করি সবার আগে ও নির্ভুল ভাবে। দর্শক ও পাঠকদের কাছে নিরপেক্ষ সংবাদ পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। কু-অ্যাপে এবিপি আনন্দ ফলো করলেই দেশ ও বিশ্বের সব খবর থাকবে আপনার হাতের মুঠোয়।    

 শুধু খবর প্রথম ব্রেক করা নয়, খবরের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের দিকেও আমাদের নজর সদা সর্বদা। আপনারা আমাদের ফলো করেছেন ফেসবুক, ট্যুইটারে। ইউটিউবে আমাদের পেজ সাবস্ক্রাইব করেছেন। এবার আপনারা এবিপি আনন্দ-কে পাবেন Koo app এও।      

এবিপি আনন্দকে ফলো করতে হলে নীচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন-

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন : https://www.youtube.com/user/abpanandatv

Social Media Handles: সোশ্যাল মিডিয়ায় আমরা আছি ---ফেসবুক (Facebook) : https://www.facebook.com/abpanandaট্যুইটার (Twitter) : https://twitter.com/abpanandatvGoogle+: https://plus.google.com/+abpananda

এবিপি আনন্দ (ABP Ananda )-র ডিজিট্যাল প্ল্যাটফর্ম https://bengali.abplive.com যেমন নিয়মিত নতুন নতুন ধরনের খবর সামনে নিয়ে আসছে, তেমনই নতুন নতুন পাঠকও আকর্ষিত হচ্ছেন। উন্নয়ন থেকে উপযোগিতা, রাজনীতি থেকে  বিনোদন, খেলাধুলো থেকে শিক্ষা, স্বাস্থ্য থেকে জীবনশৈলী - সব খবরই পাওয়া যাচ্ছে এক ক্লিকে।