মুম্বই: বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এবার লাল বলের ফর্ম্য়াটে লড়াই কিউয়িদের বিরুদ্ধে। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৩ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে আগামী ১৬ অক্টোবর থেকে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্য়াচে মুখোমুখি হবে ২ দল। গত সপ্তাহেই বিসিসিআই টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। একমাত্র যশ দয়াল ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে যে ১৫ সদস্যের স্কোয়াড ছিল, সেই স্কোয়াডই রাখা হয়েছে। কেমন হতে পারে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশ?


বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছেন বুমরা, সিরাজ ২ পেসারই। কিন্তু কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে হয়ত দুজনের মধ্যে কোনও একজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে একজন অতিরিক্ত স্পিনার খেলাতে চাইবে টিম ম্য়ানেজমেন্ট। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ২টো ম্য়াচেই রিজার্ভ বেঞ্চে কেটেছে কুলদীপ ও অক্ষর পটেল। কিন্তু কিউয়িদের স্পিনের প্রতি দুর্বলতার কথা মাথায় রেখে এঁদের মধ্যে একজনকে খেলানো হতে পারে একাদশে। কুলদীর স্পিনার হিসেবে অনেক বেশি কার্যকরী। তবে অক্ষরের ব্যাটিংয়ের হাতের কথা মাথায় রেখে রোহিত তাঁকে খেলাতেই পারেন। 


এছাড়াও ব্যাটিং বিভাগেও একটি পরিবর্তন হতেই পারে। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাল পারফর্ম করছেন সরফরাজ খান। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে স্কোয়াডে ছিলেন। কিন্তু সুযোগ মেলেনি কে এল রাহুল খেলায়। দ্বিতীয় টেস্টের আগে সরফরাজকে ছেড়ে দেয় টিম ম্য়ানেজমেন্ট। এরপরই ইরানি কাপে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ডানহাতি তরুণ ব্য়াটার। সূত্রের খবর, প্রথম টেস্টে সরফরাজকে খেলানো হতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয়েছিল সরফরাজের। ভাল পারফর্মও করেছিলেন। তবে কে এল রাহুল ফেরায় তিনি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে সুযোগ পাননি। কে এল রাহল নিজের টেস্ট কেরিয়ারে ৫২ ম্য়াচে ২৯৬৯ রান করেছেন এখনও পর্যন্ত। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শেষ ইনিংসে রাহুলের ব্যাট থেকে একটি অর্ধশতরানও হাঁকিয়েছিলেন। 


এছাড়া আর তেমন কোনও বদলের সম্ভাবনা নেই একাদশে। দুর্দান্ত ফর্মে থাকা জয়সওয়াল ওপেনিংয়ে রোহিতের সঙ্গেই নামবেন। তিনে গিল ও চারে বিরাট নিশ্চিত। পন্থকে পাঁচ নম্বর পজিশনে দেখা যাবে। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২৪ অক্টোবর থেকে খেলতে নামবেন রোহিতরা। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশনের মাঠে হবে খেলা। সিরিজের শেষ টেস্টটি শুরু হবে ১ নভেম্বর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।