কলকাতা: ভয়াবহ অগ্নিকাণ্ড রাজারহাটের 'ডিআরআর স্টুডিওস'-এ (DRR Studios)। এখানেই শ্যুটিং হয় জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান, 'দিদি নং ১' (Didi No. 1) ও 'দাদাগিরি'র (Dadagiri)। এখানে শ্যুটিং হয় 'সা রে গা মা পা লেজেন্ডস' অনুষ্ঠানেরও। চ্যানেলের তরফে নিশ্চিত করা হয়েছে আগুন লাগার ব্যাপারে। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা?
DRR স্টুডিওয় ভয়াবহ অগ্নিকাণ্ড
সপ্তাহের প্রথমদিনই বড়সড় দুর্ঘটনা। সূত্রের খবর, একটি মেকআপ ভ্যান (Make Up Van) থেকে আগুন লেগে যায় 'ডিআরআর স্টুডিও'য়। সকাল ১১টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে খবর। জি বাংলার তরফে প্রেস বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'ডিআরআর স্টুডিওসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কীভাবে আগুন লাগে তা এখনও আমরা জানতে পারিনি, তবে পরিস্থিতি পর্যালোচনা করছি আমরা। সৌভাগ্যবশত, ঘটনায় কোনও বড়সড় ক্ষয়ক্ষতি ঘটেনি, আমাদের শ্যুটিং সেট অক্ষত রয়েছে এবং পরিস্থিতি যথেষ্টই নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যেকজন ক্রু সদস্য সুস্থ ও অক্ষত রয়েছেন।'
সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে স্টুডিও চত্বরে দাউদাউ আগুন জ্বলতে দেখা যায়। ক্যান্টিন থেকে মেকআপ ভ্যানে আগুন ছড়িয়ে যায় বলে দাবি একাধিক সূত্রে। ভিডিওয় দাউদাউ করে মেকআপ ভ্যান জ্বলতে দেখা যায়। নিমেষে যা পুড়ে যায়। গলগল কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। তাদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: 'Sohag Chand': 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে খোয়াই-সায়নের বিয়ে, 'কোর্টরুম কমেডি'র সাক্ষী হবেন দর্শক
সূত্রের খবর, ওই ফ্লোরেই আজ 'সা রে গা মা পা লেজেন্ডস'-এর শ্যুটিং হওয়ার কথা ছিল যার সঞ্চালনায় রয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও শ্যুটিং বাতিলের কোনও খবর এখনও মেলেনি।
গত বছর, মার্চ মাসের এক রবিবারের ভোরবেলা আগুন লাগে শহর কলকাতার টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর (NT1 Studio) একাংশে। ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে। দাউদাউ আগুনের গ্রাসে নিমেষে চলে যায় স্টুডিওর একাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।