কলকাতা: 'শাহরুখ খানকে বাড়ি পাঠিয়ে দে', 'দাদাগিরি'র (Dadagiri) মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ এমনই মন্তব্য করলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু কেন? ঠিক কী ঘটে গত শনিবার, অর্থাৎ ২০ এপ্রিলের পর্বে?
শাহরুখ খানকে 'বাড়ি পাঠিয়ে' দিতে কেন বললেন সৌরভ?
এক বিনোদন দুনিয়ার নক্ষত্র, অপরজন ক্রীড়াজগতের নক্ষত্র। শাহরুখ খান (Shah Rukh Khan) ও সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁদের মধ্যে সৌজন্যের নজির যেমন বারংবার ক্যামেরাবন্দি হয়েছে, তেমনই তাঁদের মধ্যে মান-অভিমানের খবরও নেহাত কম চর্চিত নয়। সেই প্রসঙ্গ টেনেই কি ফের খোলাখুলি কিং খানকে চ্যালেঞ্জ করে বসলেন 'দাদা'? না। ব্যাপারটা ঠিক অতটা জটিল নয়। সম্প্রতি জনপ্রিয় ক্যুইজ শো 'দাদাগিরি'তে আয়োজন করা হয় খুদেদের পর্ব। সেখানেই মজা করে এমন মন্তব্য করতে শোনা যায় সৌরভকে।
শনিবার, ২০ এপ্রিল, 'দাদাগিরি'র মঞ্চে নিজেদের দাদাগিরির গল্প শোনাতে হাজির হয় ৬ খুদে। সেখানেই উত্তর ২৪ পরগনার হয়ে খেলতে আসে শিবাংশ গঙ্গোপাধ্যায়। সে নিজেই দাবি করে যে সে কিং খানের ভক্ত। খেলা চলাকালীন পুচকে প্রতিযোগীকে সৌরভ জিজ্ঞেস করেন, 'তোর কাকে পছন্দ? আমাকে না শাহরুখকে?' হাসিমুখে শিবাংশের জবাব, 'শাহরুখ খানকে'। উত্তর শুনেই 'দুঃখ' প্রকাশ করেন সঞ্চালক। বলে ওঠেন, 'ইশ'। সেই সময়েই হঠাৎ অপর এক খুদে প্রতিযোগী বলে ওঠে, 'কিন্তু আমি তোমাকেই পছন্দ করি'। দলে যেন লোক পেলেন সৌরভ, এমন ভঙ্গি করেই বলেন, 'এক্স্যাক্টলি।' এরপর পরপর বাকি ৫ প্রতিযোগীকে তিনি জিজ্ঞেস করেন তারা কাকে পছন্দ করে। সকলেরই এক উত্তর, তারা 'দাদা'কেই পছন্দ করে। সেই শুনে মজার ছলেই সৌরভ বলে ওঠেন, 'এই শাহরুখ খানকে বাড়ি পাঠিয়ে দে'। এই কথা শুনেই হাসিতে ফেটে পড়ে গোটা সেট, হাসতে থাকে খুদে প্রতিযোগীরাও। যদিও সঙ্গে সঙ্গেই মজা ভুলে সৌরভ শিবাংশের উদ্দেশে বলেন, 'শাহরুখ খান দারুণ। আমিও পছন্দ করি।' দাদার আবদারে কিং খানের দুই বাহু ছড়িয়ে সিগনেচার পোজ দিতেও দেখা যায় খুদেকে।
'দাদাগিরি'র মঞ্চের এই মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমনই হাসি-ঠাট্টা-মজায় ৬ খুদের দুষ্টুমি সামলে সেদিন কাটে 'দাদাগিরি'র পর্ব। কেউ আবৃত্তি করে শোনাল, তো কেউ কেউ কথার ফুলঝুরি ছোটাল। কেউ আবার অন্যের প্রশ্নের উত্তর দিয়ে দিল। আরও একবার খুদেদের এনে দর্শকের মন জয় করল টিম 'দাদাগিরি'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।