Allu Arjun-Rashmika Mandhana: অল্লু-রশ্মিকাকে দেখতে বাঁধভাঙা ভিড় পাটনায়, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের

Pushpa 2 Trailer: এদিন গাঁধী ময়দানে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। হাজির ছিলেন রশ্মিকা, অল্লু অর্জুনেরা। আর ছিলেন ১০ হাজারেরও বেশি অনুরাগী

Continues below advertisement

কলকাতা: এই ছবির ট্রেলার অপেক্ষায় ছিলেন হাজার হাজার মানুষ। আর সেই উচ্ছ্বাসই যেন বাঁধ ভাঙল পাটনায়। গতকাল, অর্থাৎ রবিবারই মুক্তি পেয়েছে 'পুষ্পা-দ্য রুল' (Pushpa The Rule) ছবির ট্রেলার। রবিবার পাটনায় একটি মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছিল এই ছবির ট্রেলার মুক্তির জন্য। হাজির ছিলেন অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)। আর তাঁদের ঘিরেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন দর্শকেরা। এতটাই যে ভিড় সামলাতে গিয়ে লাঠিচার্জ করতে হল পুলিশকে!

Continues below advertisement

এদিন গাঁধী ময়দানে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। হাজির ছিলেন রশ্মিকা, অল্লু অর্জুনেরা। আর ছিলেন ১০ হাজারেরও বেশি অনুরাগী। একটা সময়ের পরে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। অনুরাগীরা চিৎকার, চেঁচামেচি করছিল। ব্যারিকেড ভেঙে মঞ্চের কাছে, তারকাদের কাছে পৌঁছনোর চেষ্টা করছিল। সূত্রের খবর, ভিড় সামলাতে অল্পবিস্তর লাঠিচার্জ করে পুলিশ। তবে কেউ তাতে আহত হয়নি বলেই সূত্রের খবর। 

সংবাদসংস্থা ANI সূত্রে খবর, অনুরাগীরা অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানাকে দেখার জন্য আশেপাশের বিভিন্ন স্ট্রাকচার বেয়ে উঠে পড়েছিলেন অনুরাগীরা। ভিড় এতটাই হয়ে গিয়েছিল যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখানে মোতায়েন করা হয়েছিল বিশেষ নিরাপত্তা বাহিনীও। কিন্তু তার পরেও হাতের বাইরে চলে যাচ্ছিল পরিস্থিতি। সেই কারণেই লাঠিচার্জ করে পুলিশ। 

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, যাঁরা ওই অনুষ্ঠানটি দেখতে এসেছিলেন, তাঁদের মধ্যে হঠাৎ একদল লোক ব্য়ারিকেড ভেঙ্গে সামনে এগিয়ে আসার চেষ্টা করে। তবে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী ছিল ওখানে। তারাই পরিস্থিতি সামাল দেয়। তবে কারোও আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: Abhishek Bacchan: 'আমি আঘাত পেয়েছি', বিচ্ছেদ নিয়ে মেয়ের কাছে এই প্রথম মুখ খুললেন অভিষেক?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola