মুম্বই: ১৯৯৫ সালের ছবি। আড়াই দশক কেটে গেলেও দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির রাজ-সিমরণ জুটি এখনও হিট। শুধু ভারতেই নয়, বিদেশেও যে শাহরুখ-কাজল জুটি এখনও যুগলদের মনে দোলা দিয়ে যায়, তার আরও একটা নমুনা পাওয়া গেল। ডিডিএলজি-র গান, ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম/ পেয়ার হোতা হ্যায় দিওয়ানা সনম’-এ লিপসিঙ্ক করল কেনিয়ার এক যুগল। সম্প্রতি এই ভিডিও সামনে নিয়ে এসেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অনুপম খের। আর এই ভিডিও ট্যুইটারে পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়।
আদিত্য চোপড়া পরিচালিত এই ছবি রিলিজ করার প্রথম দিন থেকেই হিট। এই ছবির চিত্রনাট্য, গান, গল্প সিনেপ্রেমীদের এতোটাই পছন্দ হয়েছে যে, তা বলিউডের এভারগ্রিন সিনেমার তকমা পেয়ে যায়। ‘ডিডিএলজে’ ছবিতে রাজের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। সিমরণের ভূমিকায় ছিলেন কাজল। এছাড়াও অনুপম খের, অমরিশ পুরি এবং ফরিদা জালালের মতো কুশলীবরাও এই ছবিতে অভিনয় করেছেন।