মুম্বই: কলিয়োঁ কা চমন গানের জন্য জনপ্রিয় মেঘনা নাইডু সম্প্রতি প্রতারণার শিকার হলেন। এই প্রতারণার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন তিনি। মেঘনার অভিযোগ, তাঁর ভাড়াটেই তাঁকে ঠকিয়েছে। তাঁর বাড়ি ভাড়া নিয়ে থাকার নামে তাঁর সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে প্রতারকরা।


ফেসবুকে মেঘনা তাঁর ভাড়াটের ছবিও পোস্ট করেছেন। তিনি অভিযোগ করেছেন, ভাড়া তো দেয়েইনি, সেইসঙ্গে বাড়ির জিনিসপত্র নিয়ে ফেরার হয়ে গিয়েছে তারা। মেঘনা জানিয়েছেন, তাঁর গোয়ার বাড়ির কেয়ারটেকার ওই দুইজনকে বাড়ি ভাড়া দিয়েছিলে। ওই দুইজন নিজেদের দম্পতি হিসেবে পরিচয় দিয়েছিল। পরিচয়পত্র হিসেবে তারা মেঘনাকে আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স দিয়েছিল। ভাড়াটেরা বলেছিল, তারা মুম্বইয়ের বাসিন্দা। নিউজিল্যান্ডে চাকরি করে।
মেঘনার অভিযোগ, তাঁর জামাকাপড়, জুতো, স্পিকার, এমনকি অন্তর্বাস ও মোজাও নিয়ে পালিয়ে গিয়েছে ভাড়াটেরা। শুধু চুরিই নয়, তাঁর বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ মেঘনার।


মেঘনা আরও অভিযোগ করেছেন, ভাড়াটেরা তাঁর কেয়ারটেকারের ছেলেকে নিউজিল্যান্ডে চাকরি টোপ দিয়ে ৮৫ হাজার টাকা নিয়েছে।