কলকাতা: সাত পাকে বাঁধা পড়লেন 'সা রে গা মা পা' খ্যাত গায়িকা মেখলা দাশগুপ্ত (Mekhla Dasgupta)। জি বাংলার গানের জনপ্রিয় রিয়েলিটি শো 'সা রে গা মা পা'-এর ২০১৬ সালের অন্যতম ফাইনালিস্ট ছিলেন মেখলা। ১ ডিসেম্বর, দীর্ঘদিনের প্রেমিক অর্কপ্রভ চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মেখলা। এদিন লাল রঙের লেহঙ্গা চোলি ও গয়নায় বেশ নজরকাড়া লাগছিল তাঁকে।
এদিন মেখলা - অর্কপ্রভর বিয়ের অনুষ্ঠানে চাঁদের আসর বসেছিল। হাজির ছিলেন 'সা রে গা মা পা' অনুষ্ঠানের একাধিক সহ প্রতিযোগী। নব দম্পতি শুভেচ্ছা জানাতে এসেছিলেন দুর্নিবার সাহা ও তাঁর স্ত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। এসেছিলেন গৌরব সরকার, শোভন গঙ্গোপাধ্য়ায়, অরিত্র দাশগুপ্ত প্রমুখ। এসেছিলেন সঙ্গীত পরিচালক জয় সরকারও। বন্ধুর বিয়ে থেকে একাধিক নিজস্বী, ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন গায়ক-গায়িকারা।
কলকাতায় বিয়ে সারলেও মেখলার রিসেপশনের অনুষ্ঠান হবে শিলিগুড়িতে। সেখানেই অর্কপ্রভ চৌধুরীর বাড়ি। অর্কপ্রভর সঙ্গে চেনা বন্ধুদের মাধ্যমেই আলাপ হয় মেখলার। ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। প্রায় ৮ বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
আরও পড়ুন: Vicky-Katrina Wedding: ভিকি-ক্যাটরিনার বিয়েতে কি হাজির থাকবেন শাহরুখ খান?
সম্প্রতি জি বাংলার অপর জনপ্রিয় শো 'দিদি নং ওয়ান'-এ পরিবারের সঙ্গে হাজির হয়েছিলেন মেখলা। সেখানেই অর্কপ্রভর সঙ্গে নিজের সম্পর্কের কথা বলেন গায়িকা। তিনি এও জানান যে অর্কপ্রভ চিরকাল তাঁর স্বপ্নকে সাপোর্ট করেছেন, পাশে থেকেছেন।