কলকাতা: উত্তমকুমার (Uttam Kumar) আর অপর্ণা সেনের (Aparna Sen)-এর সমীকরণ যদি এই সময়ে দাঁড়িয়ে পর্দায় ফুটে উঠত? 'মেমসাহেব'-এর গল্প যদি লেখা হত একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে? নিমাই ভট্টাচার্য্যের লেখা বিখ্যাত উপন্যাসকেই নতুন মোড়কে পর্দায় ফেরাচ্ছেন পরিচালক উজ্জ্বল বসু (Ujjwal Basu)। 


আপাতত চিত্রনাট্য নিয়ে কাজ চলছে জোরকদমে, চলছে চরিত্রায়ণের কাজও। বর্তমান সময়ের প্রেক্ষাপটেই 'মেমসাহেব'-এর গল্পকে রুপোলি পর্দায় তুলে ধরবেন পরিচালক। এবিপি লাইভকে (ABP Live)-কে পরিচালক বলছেন, 'নিমাই ভট্টাচার্য্যের মেমসাহেবের গল্পটা আমার কাছে রোমিও অ্যান্ড জুলিয়েটের মতো। কতবার এই গল্পটা পড়েছি। ভীষণ ভাল লাগছে যে আমার প্রিয় উপন্যাস নিয়ে কাজ করার সুযোগ হল। মেমসাহেবের গল্পটা হয়তো দীর্ঘদিন আগে লেখা, তবে আমার কাছে যেন এই গল্পটা সবসময়েই যুগোপযোগী বলে মনে হয়।'


ইতিমধ্যে ছবির অভিনেতা অভিনেত্রীদের চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। পরিচালক জানালেন, সব ঠিকঠাক থাকলে জানুয়ারি মাস থেকেই শ্যুটিং শুরু হওয়ার কথা নতুন এই ছবির। শ্যুটিংয়ের একটা বড় অংশ হবে বাংলাদেশে। যশোর ও আশেপাশের অঞ্চলকে পর্দায় তুলে ধরার পরিকল্পনা রয়েছে পরিচালকের। এছাড়াও মেঘালয়, পশ্চিমবঙ্গ, দিল্লি ও আগ্রার বেশ কিছু অংশে শ্যুটিং হওয়ার কথা। পরিচালক জানিয়েছেন, টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদেরই দেখা যাবে মুখ্যচরিত্রে।


পরিচালক বলছেন, 'আমার প্রথম ছবি হয়েছিল ক্রাউড ফান্ডিং করে। ফলে সেটা মাথায় রেখেই আমায় ছবির বিষয়বস্তু বাছতে হয়েছিল। আর এবার কিছু বড় ক্যানভাসে কিছু করার পরিকল্পনা ছিল। আর মেমসাহেব গল্পটার মধ্যে সেই স্পিরিটটা আমি অনুভব করি। আমার কাছে ওই চরিত্রদের প্রেমের গল্পটা কখনও যেন পুরনো হবে না। তবে পুরনো ছবিটির থেকেও আমায় অনেক বেশি আকর্ষণ করেছিল নিমাইবাবুর লেখা বইটা।'


ইতিমধ্যেই বইয়ের সত্ত্ব কিনেছেন পরিচালক। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই গল্পকে ফুটিয়ে তুললেও তিনি খেয়াল রাখছেন এই গল্পের অনুভূতি, আবেগ যেন নষ্ট না হয়। এখনও চিত্রনাট্য নিয়ে কাজ যেমন চলছে, তেমনই চলছে অন্যান্য প্রস্তুতিও। বড় ক্যানভাসে এই ছবিকে ফুটিয়ে তুলতে যেমন উৎসাহী, তেমনই আবেগপ্রবণ পরিচালক। যে গল্পে মানুষের মন জয় করেছেন উত্তমকুমার, অপর্ণা সেনের মতো তাবড় অভিনেত্রীরা, সেই গল্পকে নতুন মোড়কে পর্দায় আনা গুরুদায়িত্ব তো বটেই। তবে পরিচালক উজ্জ্বল বার বার জানিয়েছেন, এই ছবি মেমসাহেব-এর রিমেক নয়। একেবারেই উপন্যাস আধারিত ছবি। 


আরও পড়ুন: Food Facts: তাজা আনাজ ঠিক কী? 'ফ্রোজেন' সব্জি কি সত্যিই খারাপ?


আরও পড়ুন: Weight Loss Diet: ওজন কমানোর জন্য কোন ডাল সবচেয়ে স্বাস্থ্যকর?