সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া তিনটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিত। এগুলি হল ‘শকুন্তলা দেবী’, ‘ইয়ারা’ এবং ওয়েব সিরিজ ‘অবরোধ-দ্য সিজ উইদিন’। পরপর নানা কাজে ভালো অভিনয়ের জন্য তিনি প্রশ্ংসা কুড়িয়েছেন। তিনি বলেন, ‘জীবনে আমাদের সব সময়ে রেজাল্ট নিয়ে ভাবা উচিত নয়। কারণ ব্যর্থ হলে আমরা মুষড়ে পড়ি আর সফল হলে উচ্ছ্বসিত হই। এই দুটোর কোনওটাই না হয়ে আমাদের স্বাভাবিক,স্টেডি থাকতে হবে। আর সফল হলে উদ্ধত হওয়া তো কোনও মতেই চলবে না।‘
অমিতের সংযোজন,‘জীবনে সকলেই কোনও না কোনও পরিস্থিতির সঙ্গে লড়াই করে চলেছে। মানসিক,আর্থিক,আবেগ,উদ্যম ইত্যাদি নানা দিক দিয়েই জীবন অনবরত বদলে যেতে থাকে। কিন্তু আমি নিজেকে সব সময় সেই জায়গাটায় দাঁড় করিয়ে রাখি যখন আমি কিছুই ছিলাম না। সেভাবেই আমি নিজেকে ধরে রেখেছি। যদি কোনও দিন বিশ্বের সেরা অভিনেতার শিরোপাও জুটে যায়,তবুও আমি মনে করবো যে আমি ইন্ডাস্ট্রিতে প্রথম দিনের মতো আজও ফুটপাথেই দাঁড়িয়ে আছি। তবে আমায় ভালোবাসার জন্য অবশ্যই আমি ছবির দর্শকদের প্রতি কৃতজ্ঞ।‘