নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তলব রিয়া চক্রবর্তীকে। সমন পাঠিয়ে তাঁকে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে।সুশান্তর মৃত্যুর ঘটনায় আর্থিক তছরূপের মামলা দায়ের করেছে ইডি।
কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা এর আগে রিয়ার চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রিতেশ শাহ ও সন্দীপ শ্রীধরকে জিজ্ঞাসাবাদ করেছে।
সুশান্ত টাকাপয়সা ও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপব্যবহারের অভিযোগের তদন্ত করছে ইডি। এরইমধ্যে কেন্দ্র সরকার বিহার সরকারের অনুরোধে সায় দিয়ে সুশান্তর মৃত্যু মামলায় তদন্তভার সিবিআই-এর হাতে দিয়েছে।
এই মামলা নিয়ে মহারাষ্ট্র ও বিহার পুলিশের মধ্যে বিগত দিনগুলিতে বেশ টানাপোড়েন দেখা গিয়েছে।
উল্লেখ্য, প্রয়াত অভিনেতার বাবা কেকে সিংহ পটনার রাজীব নগর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০৬,৩৪১,৩৪২, ৩৮০,৪০৬ ও ৪২০ ধারায় এফআইআর দায়ের করেন। কেকে সিংহর অভিযোগ, রিয়া ও তাঁর পরিবার-পরিজন ও সহযোগী কর্মীরা ষড়যন্ত্র করে তাঁর ছেলেকে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছেন।
তিনি বলেছেন, রিয়া সুশান্তর সঙ্গেই থাকতেন।গত ৮ জুন নগদ, ল্যাপটপ, এটিএম কার্ড, গয়নাগাঁটি, অনেক জিনিসপত্র, চিকিত্সার কাগজপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে রিয়া চলে গিয়েছিলেন।
কেকে সিংহর আরও অভিযোগ, তাঁর ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কম করে ১৫ কোটি অজ্ঞাত অ্যাকাউন্টে সরানো হয়েছে। এই লেনদেন সংক্রান্ত অভিযোগেরই তদন্ত করছে ইডি।