লন্ডন: অক্ষয় কুমারের প্যাডম্যান ছবির প্রযোজক টুইঙ্কল খান্নার সঙ্গে দেখা করলেন নোবেলজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই। মালালা বলেছেন, এই ছবির বার্তা প্রকৃত অনুপ্রেরণাবহ।

বিশ্বের সবথেকে সম্মাননীয় তর্কসভা অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দিতে যান অক্ষয় ঘরণী, লেখিকা টুইঙ্কল। তখনই মালালা দেখা করেন তাঁর সঙ্গে।

মালালা বলেছেন, প্যাডম্যান দেখতে তিনি মুখিয়ে রয়েছেন। ছবির বার্তা অনুপ্রেরণাবহ।

https://twitter.com/GVS_News/status/954286145717796864?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.filmymonkey.com%2Fbollywood%2Fmessage-behind-pad-man-truly-inspiring-malala-yousafzai-meets-twinkle-khanna-152964

অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দিতে গিয়ে টুইঙ্কল বলেন, রজঃস্রাব নিয়ে একটি ছবি তৈরি ছিল তাঁর প্রাথমিক লক্ষ্য। কারণ হ্যারি পটারের ভল্ডেমর্টের মতই এ ব্যাপারে প্রকাশ্যে কখনও আলোচনা হয় না, ফলে সচেতনতাও তৈরি হয় না।

[embed]https://twitter.com/DrBarkatSoomro/status/954303705322606593?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.filmymonkey.com%2Fbollywood%2Fmessage-behind-pad-man-truly-inspiring-malala-yousafzai-meets-twinkle-khanna-152964[/embed]

টুইঙ্কল বলেন, আগে তিনি ভাবতেন, পিরিয়ড সংক্রান্ত জিনিসপত্র জোটাতে না পারাটা একান্তই ভারত, বাংলাদেশ, আফ্রিকার কিছু দেশের সমস্যা। কিন্তু এখন তিনি জানতে পেরেছেন, ইংল্যান্ডের ১০ স্কুল ছাত্রীর মধ্যে ১ জন পিরিয়ডের সময় স্কুলে যেতে পারে না, কারণ স্যানিটারি ন্যাপকিন কেনার সামর্থ্য নেই তাদের। অনেকে তার বদলে মোজা ব্যবহারেও বাধ্য হয়।