নয়াদিল্লি: ফিরে এসেছে 'মেট গালা' (Met Gala)! নিউ ইয়র্ক সিটির 'মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট'-এর (Metropolitan Museum of Art in New York City) জন্য তহবিল সংগ্রহের এই অনুষ্ঠান গ্ল্যামারাস এবং ফ্যাশনেবল (glamourous and fashionable) রাত হিসেবে বিশেষ পরিচিত। প্রত্যেক বছরের মতো এই বছরেও তার স্বভাবোচিত ঝলক নিয়ে ফিরছে এই ইভেন্ট। তবে ভারতীয় সময় অনুযায়ী এই বিশাল অনুষ্ঠানের বৃহত্তর সংস্করণ সংঘটিত হবে আগামীকাল, ২ মে, ২০২৩। এবারের অনুষ্ঠানে কোন কোন ভারতীয় তারকা উপস্থিত থাকবেন, প্রকাশ্যে এল সেই তালিকা।


মেট গালা ২০২৩-এর থিম


'মেট গালা ২০২৩'-এর থিম হচ্ছে 'কার্ল লাগার্ফেল্ড - এ লাইন অফ বিউটি' (Karl Lagerfeld: A Line of Beauty)। গত সেপ্টেম্বর মাসে 'প্যারিস ফ্যাশন উইক'-এ এই ব্যাপারে নিশ্চিত তথ্য দেয় মেট। সম্প্রতি কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয় এবারের থিম 'কার্লের প্রতি শ্রদ্ধার্ঘ' (in honour of Karl)। প্রসঙ্গত কার্ল লাগার্ফেল্ড একজন জনপ্রিয় জার্মান ফ্যাশন ডিজাইনার। তিনি ২০১৯ সালে ১৯ ফেব্রুয়ারি মৃত্যু বরণ করেন। 


বলিউড তারকা যাঁরা এবারের 'মেট গালা'য় উপস্থিত থাকবেন


২০১৮ সালের 'মেট গালা'য় নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে আলাপ হয় বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra)। আশা করা হচ্ছে এবারের 'মেট গালা'-তেও উপস্থিত থাকবেন তিনি। 'মেট গালা ২০২৩'-এ ডেবিউ করতে দেখা যাবে আলিয়া ভট্টকে (Alia Bhatt)। প্রবাল গুরুঙের (Prabal Gurung) ডিজাইন করা পোশাক পরবেন তিনি। আগের বছরের অনুষ্ঠানের মতোই দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও ইশা আম্বানিকে (Isha Ambani) ফের 'মেট গালা'র রেড কার্পেটে হাঁটতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। 


আরও পড়ুন: May Day: যত বেতন তার চেয়ে বেশি কাজ? আন্তর্জাতিক শ্রমিক দিবসে জেনে নিন আদৌ এই নিয়ম রয়েছে কি না!


কবে, কোথায় ও কখন দেখবেন 'মেট গালা ২০২৩' অনুষ্ঠান?


'মেট গালা' অনুষ্ঠান কোনও টিভি চ্যানেলে লাইভ টেলিকাস্ট করা হয় না। তবে অনলাইনে দেখা যায়। এই অনুষ্ঠানের আয়োজক, জনপ্রিয় বিনোদন পত্রিকা 'ভোগ' এই অনুষ্ঠান অনলাইনে স্ট্রিমিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দেয়। 'ভোগ' লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠান যে কেউ দেখতে পারেন, যাঁরা নিউ ইয়র্কে থাকেন না। এই অনুষ্ঠান শুরু হবে ১ মে, ২০২৩, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। যদিও, ভারতীয় সময় অনুযায়ী, এই অনুষ্ঠানের স্ট্রিমিং শুরু হবে ২ মে, ২০২৩, ভোর ৪টে থেকে।