কলকাতা: এই সিনেমার চর্চা ছিল দীর্ঘদিন থেকেই । অনুরাগীরা অনেকদিন থেকেই অপেক্ষা করছিলেন, কবে মুক্তি পাবে এই বহু প্রতিক্ষীত বায়োপিক । অবেশেষে ঘোষণা হল মুক্তির দিন । এবার সাধারণ মানুষ বড়পর্দায় দেখতে পাবেন মাইকেল জ্যাকসন (Michael Jackson)-এর বায়োপিক । পপ কিংগের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, তাঁর তারকা হয়ে ওঠার গল্প, সাফল্য পাওয়ার গল্প, সবই তুলে ধরা হবে এই সিনেমায় । জানা যাচ্ছে, ২০২৬ সালে, অর্থাৎ আগামী বছরের ২৪ এপ্রিল মুক্তি পাবে এই সিনেমা । এর আগে চলতি বছরের অক্টোবরে এই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল । তবে মুক্তির দিন পিছিয়ে দিয়েছেন নির্মাতারা । 

এই সিনেমাটি অ্যান্টোইন ফুকুয়া পরিচালনা করেছেন । জন লোগান এই সিনেমার চিত্রনাট্যকার এবং জাফর জ্যাকসন এই সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করেছেন । জাফর জ্যাকসনের কাকা ছিলেন মাইকেল জ্যাকসন । জাফর জ্যাকসন প্রয়াত কাকার চরিত্রে অভিনয় করেছেন । গ্রাহাম কিং, 'দ্য ডিপার্টেড'-এর জন্য অস্কার বিজয়ী, প্রযোজনা করেছেন, রিপোর্ট করেছেন variety.com ।

মাইকেল 'পপ কিং' হিসাবে বিশ্বের কাছে পরিচিত ছিলেন মাইকেল জ্যাকসন । একজন তারকা হয়ে ওঠার যে যাত্রা, সেটাকেই তুলে ধরে এই সিনেমা । বিশ্বের সবচেয়ে প্রভাবশালী, পথপ্রদর্শক শিল্পীদের মধ্যে একজন ছিলেন মাইকেল জ্যাকসন । তিনি বিশ্বে কীভাবে নিজের প্রভাব বিস্তার করেছিলেন, সেই ছবিটাকেই তুলে ধরে এই সিনেমা । লায়ন্সগেট ছবিটি দেশীয়ভাবে মুক্তি দিচ্ছে ।

মাইকেল 'পপ কিং' হিসাবে বিশ্বের কাছে পরিচিত ছিলেন মাইকেল জ্যাকসন । একজন তারকা হয়ে ওঠার যে যাত্রা, সেটাকেই তুলে ধরে এই সিনেমা ।বিশ্বের সবচেয়ে প্রভাবশালী, পথপ্রদর্শক শিল্পীদের মধ্যে একজন ছিলেন মাইকেল জ্যাকসন । তিনি বিশ্বে কীভাবে নিজের প্রভাব বিস্তার করেছিলেন, সেই ছবিটাকেই তুলে ধরে এই সিনেমা । লায়ন্সগেট ছবিটি দেশীয়ভাবে মুক্তি দিচ্ছে ।

লায়ন্সগেটের সিইও জন ফেল্টহেইমার মে মাসে বলেছিলেন যে চলচ্চিত্রটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে । যদিও সিনেমাটির শ্যুটিং ২০২৪ সালে শ্যুটিং হয়ে গিয়েছিল, তবে পরবর্তীতে শ্যুটিংয়ের অনেকটা অংশ ফেলে দেওয়া হয় আবার নতুনভাবে শ্যুটিং করা হয় । আগে ভাবা হয়েছিল, এই সিনেমাটা দুটি ভাগে মুক্তি দেওয়া হবে । তবে এখন সেই ভাবনা পরিবর্তন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২টি ভাগে নয়, সিনেমাটি একটি ভাগেই মুক্তি পাবে ।