দুবাইতে আটক গায়ক মিকা সিংহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Dec 2018 11:28 PM (IST)
নয়াদিল্লি: যৌন হেনস্থার অভিযোগে সঙ্গীত শিল্পী মিকা সিংহকে আটক করল দুবাই পুলিশ। তাঁর বিরুদ্ধে ১৭ বছরের এক তরুণীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ দায়ের হয়েছে। ওই তরুণী ব্রাজিলের এক মডেল। পুলিশের কাছে ওই মডেল অভিযোগ করেছেন, মিকা তাঁকে আপত্তিকর ছবি পাঠিয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মামলাটি মুরক্কাবাদ থানা থেকে দুবাই থানায় এসেছে। ৪১ বছরের মিকা সিংহকে দুবাইয়ের সময় অনুযায়ী, আজ দুপুর ৩ টের সময় আটক করে পুলিশ। সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, পুলিশ তাঁকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করছে। জানা গেছে, মিকা সিংহ দুবাইতে এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন।