মুম্বই: প্রবল বৃষ্টি। মুম্বইয়ের রাস্তায় গভীর রাতে গাড়ি চালিয়ে ফিরছিলেন। সেই সময়ই রাস্তায় গাড়ি বিকল হয়ে যায় মিকা সিংহের। চিন্তায় পড়ে গিয়েছিলেন। কিন্তু প্রায় ২০০ জন মানুষ এগিয়ে গেল বলিউডের গায়ককে সাহায্য করতে। আর এরপরই বিপদের হাত থেকে রক্ষা পেলেন। 


জুলাই মাসে মুম্বইয়ে ভীষণ বৃষ্টি হয়। সোমবার ভোর তিনটের দিকে গাড়ি চালিয়ে ফিরছিলেন মিকা। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী আকাঙ্খা পুরী। সেই সময় হঠাৎই রাস্তায় তাঁদের গাড়ি বন্ধ হয়ে যায়। মূলত গাড়িতে জল ঢুকে যাওয়াতেই এই সমস্যা। কিন্তু এরপরই সেখানকার প্রচুর সাধারণ মানুষ এগিয়ে আসেন মিকাকে সাহায্য করতে। 


রাহুল বৈদ্যের রিসেপশন পার্টির অনুষ্ঠান থেকে একসঙ্গে গাড়িতে ফিরছিলেন মিকা। গাড়ির চালকের আসনে ছিলেন মিকা নিজেই। রাস্তায় অতিরিক্ত জল জমে যাওয়াতেই এই বিপত্তি বলে জানা গিয়েছে। সেই সময়ই প্রায় রাস্তায় থাকা ২০০ জন মিকাকে বিপদের হাত থেকে রক্ষা করেন। প্রত্যেকেই তখন নিজেরা ছাতা নিয়ে ছিলেন তাঁদের সঙ্গে। 


সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে গাড়ির ভেতরে বসে আছেন মিকা ও আকাঙ্খা। ২ জনে ভেতরে কথাও বলছেন। আর তাঁদের গাড়িটি ঘিরে রয়েছেন প্রচুর সাধারণ মানুষ। সেই ভিডিওতে মিকাকে কথাও বলতে শোনা যায়। সেখানে মিকা বলছেন, 'আমার গাড়িটি বিকল হয়ে গিয়েছে। তবে এখানে কমপক্ষে প্রায় ২০০ জন মানুষ রয়েছেন। তাঁরা সবাই আমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। ওদের সবার জন্য হাততালি।'


মুম্বইয়ের সাধারণ মানুষদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন মিকা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মিকা লিখেছেন, 'ইয়েস...মুম্বইকররাই সেরা।' আকাঙ্খাও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'মুম্বইকরদের স্পিরিট দেখে সত্যিই ভীষণ ভাল লাগল।'


পঞ্জাবি সঙ্গীত শিল্পী মিকা বলিউডের একাধিক গান করেছেন। খুব জনপ্রিয় শিল্পী তিনি সঙ্গীত জগতে। অন্যদিকে আকাঙ্খাও অনেক ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি তাঁদের ২ জনের ছবিও ভাইরাল হয়েছে অনেকবার।