Karan-Bipasha: এক ঘরে থাকা নিয়ে আপত্তি! কর্ণ-বিপাশাকে নিয়ে শ্যুটিং করতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতা মিকার

Mika Singh on Bipasha-Karan: সদ্যই একটি সাক্ষাৎকার দিতে গিয়ে, মিকা সিংহ বলেন, তিনি একটি ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করেছিলেন সহ প্রযোজক হিসেবে।

Continues below advertisement

কলকাতা: বলিউডে বেশ জনপ্রিয় নাম মিকা সিংহ (Mika Singh)। তবে অনেকেই জানেন না, সঙ্গীতশিল্পী একাধিক প্রযোজনার কাজও করেছেন। তবে কিছু প্রযোজনার অভিজ্ঞতা ভাল হয়নি। সেই অভিজ্ঞতা থেকেই একটি ঘটনার কথা বলতে গিয়ে সদ্যই মিকা সিংহ প্রকাশ্যে এনে ফেলেন কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Groover) ও বিপাশা বসু (Bipasha Basu)-একটি ঘটনার কথা। তাঁদের সঙ্গে সহ প্রযোজক হিসেবে একটি কাজ করেছিলেন মিকা। কিন্তু সেই অভিজ্ঞতা ভাল হয়নি।

Continues below advertisement

সদ্যই একটি সাক্ষাৎকার দিতে গিয়ে, মিকা সিংহ বলেন, তিনি একটি ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করেছিলেন সহ প্রযোজক হিসেবে। প্রথমে কথা ছিল, কর্ণ সিংহ গ্রোভার ও এক নবাগত অভিনেত্রী ওই সিরিজে অভিনয় করবেন। তবে পরে সেই সিরিজের কথা শুনে, নির্ধারিত বাজেটেই বিপাশা অভিনয় করতে রাজি হন। তবে তার পরেই শুরু হয় সমস্যা। শ্যুটিং চলাকালীনই বিপাশা ও কর্ণ নাকি বিভিন্ন দাবিদাওয়া করতে শুরু করেন। তাঁরা বিবাহিত হওয়ার পরেও নাকি দুটি আলাদা ঘর দাবি করেন এবং সেখানেই থাকতেন শ্যুটিং চলাকালীন। 

এখানেই শেষ নয়, চিত্রনাট্যে একটি চুম্বনদৃশ্য ছিল। কিন্তু পর্দায় চুম্বন দৃশ্যে শ্যুটিং করতে অস্বীকার করেন বিপাশা ও কর্ণ দুজনেই। মিকার দাবি ছিল, তাঁরা চিত্রনাট্য পড়েই এই কাজটি করতে রাজি হয়েছিলেন। দুজনেই চিত্রনাট্য পড়েছিলেন এবং চুম্বন দৃশ্যেও রাজিই ছিলেন। তবে শ্যুটিংয়ের সময় তাঁরা বেঁকে বসেন। পর্দায় চুম্বন করতে তাঁরা রাজি হননি। মিকার দাবি, ছোট প্রযোজনা সংস্থা হলেই এই সমস্ত অভিনেত্রী ও অভিনেতারা বেশিই দাবিদাওয়া করেন। 

এখানেই শেষ নয়, মিকা আরও দাবি করেছেন, শ্যুটিং কোনোমতে সম্মন্ন হয়। এক মাসের কাজ করতে সময় লেগেছিল ৬ মাস। এর ফলে বাজেটও অনেকটা বেড়ে যায়। বিপাশা নবাগত ওই অভিনেত্রীর পারশ্রমিকেই সিরিজে অভিনয় করতে রাজি হয়েছিলেন বটে, তবে তাঁদের দাবিদাওয়ার ফলে শ্যুটিংয়ের বাজেট অনেকটাই বেড়ে যায়। এরপরে ডাবিং-এর সময় শুরু হয়ে অন্য সমস্যা। পারিশ্রমিক নেওয়ার পরেও ডাবিংয়ে আসতে চাইছিলেন না তাঁরা। কখনও বলছিলেন গলায় ব্যথা, কখনও আবার অন্য কোনও সমস্যার কথা বলছিলেন। এর ফলে কাজ শেষ করতে অনেকটাই দেরি হয়। আর তার ফলেই শ্যুটিং করতে গিয়ে বেশ সমস্যায় পড়েছিলেন সহ প্রযোজক মিকা। 

আরও পড়ুন:Tollywood-Bollywood: কেবল 'বহুরূপী' নয়, টলিউড-বলিউড বারে বারে ফিরে গিয়েছে সত্য ঘটনা নির্ভর গল্পতেই

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola