কলকাতা: প্রথমবার ওয়েব সিরিজে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 'হইচই' (Hoichoi)-এর সিজন ৭-এর ঘোষণার দিনের অন্যতম চমক ছিল মিমির ওয়েব দুনিয়ায় পা রাখা। টোটা রায়চৌধুরীর (Tota Roychowdhury)-র বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন মিমি। সিরিজের নাম 'যাহা বলিব সত্য বলিব'।


গত শুক্রবার, হইচই সিজন ৭-এ নতুন ও পুরনো মিলিয়ে মোট ২৪টা ওয়েব সিরিজের ঘোষণা করা হয়েছে। এরমধ্যে একটি হল মিমির নতুন এই ওয়েব সিরিজ, পরিচালনায় চন্দ্রাশীষ রায়। একটি বাস্তব ঘটনাকে তুলে ধরা হবে এই সিরিজের গল্পের মাধ্যমে। সিরিজে টোটার নাম জয়রাজ সিংহ ও মিমির চরিত্রের নাম পৃথা রায়। একটি ঘটনা নিয়ে আইনি টানাপোড়েনকে ফুটিয়ে তোলা হবে এই গল্পে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সিরিজের শ্যুটিং। 


'হইচই' সিজন ৭-এর অনুষ্ঠানে সোনালি শাড়িতে ঝলমলে হয়ে এসেছিলেন মিমি। মঞ্চে দাঁড়িয়ে পরিচালক আভাস দেন, এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনৈতিক বিষয়ও। যদিও ঘটনাটি খুব পুরনো নয়, তবে বিশাল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার অনুপস্থিতি। এই ঘটনা যে সময়ের, তখন সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না। সেই কারণেই সাম্প্রতিক ঘটনা হলেও এটাকে পিরিয়ড গল্পের মতো করেই তৈরি করা হয়েছে বলে মত প্রযোজকের। 


এই বছর 'হইচই' বেশ কয়েকটি সাহিত্যধর্মী ওয়েব সিরিজও নিয়ে আসছে। এরমধ্যে অন্যতম হল অদিতি রায় (Aditi Roy) পরিচালিত 'পরিণীতা' (Parineeta)। আগে এই গল্পকে বলিউড পর্দায় তুলে ধরেছিল। বিদ্যা বালন (Vidya Balan) ও সইফ আলি খান (Saif Ali Khan) অভিনয় করেছিলেন মুখ্যচরিত্রে। অদিতির এই ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)-কে। এর আগে দেবচন্দ্রিমা হইচইয়ের একটি ওয়েব সিরিজ 'পলাশ'-এ অভিনয় করেছেন। নতুন এই সিরিজে আশা করা যায় দেবচন্দ্রিমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। 


অভ্রজিৎ সেন নতুন একটি ওয়েব সিরিজ বুনছেন ইশা সাহা (Ishaa Saha), সৌরভ দাস (Saurav Das), অর্পণ ঘোষাল (Arpan Ghosal) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta)-কে নিয়ে। নতুন এই ওয়েব সিরিজটির নাম অন্তরমহল (Antormahal)। এক অন্তঃসত্তা নারীকে নিয়ে এই গল্প। সম্পর্ক, দোষারোপ আর দুই নারীকে নিয়ে এই গল্প। 


আরও পড়ুন: Sachin Dev Burman: যুগ পেরিয়েও তাঁর সৃষ্টি ঝড় তোলে সঙ্গীতপ্রেমীদের মনে, জন্মবার্ষিকীতে শচীন দেব বর্মনকে শ্রদ্ধার্ঘ