কলকাতা: করোনা আবহে সাময়িকভাবে কাজ হারিয়েছেন বহু মানুষ। দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারাও। বহু জায়গায় চলছে কমিউনিটি কিচেন বা খাদ্য বিতরণ করার বিভিন্ন প্রকল্প। লকডাউনে রাস্তায় বেরনো বন্ধ মানুষের, আর তাই অভুক্ত রয়েছে রাস্তার কুকুররাও। এবার পথের কুকুরদের খাওয়ানোর উদ্যোগ নিলেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী।


সাংসদ থেকে দলের মিটিং, একাধিকবার মিমির বক্তব্যে উঠে এসেছে তাঁর পশুপ্রেমের কথা। এর আগেও তিনি পদক্ষেপ নিয়েছেন রাস্তার কুকুরদের সুরক্ষার। তাঁর নিজের বাড়িতেও রয়েছে দুই পোষ্য। লকডাউনে খাবারের অভাবে মারা যাচ্ছে অনেক পথের কুকুর। তাই এবার ২০০ টি কুকুরকে খাবার দেওয়ার উদ্যোগ নিলেন মিমি চক্রবর্তী। শুধু তাই নয়, জানালেন যদি কোনও এলাকায় অভুক্ত কুকুর থাকে, তাহলে প্রদত্ত ফোন নম্বরে জানানো যাবে। তাহলে ব্যবস্থা করা হবে তাদের খাবারেরও।



আপাতত বারুইপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় পথের কুকুরদের কাছে পৌঁছে দেওয়া হবে খাবার। ট্যুইট করে এই আবেদনটি জানানো হয় টিম মিমির তরফ থেকে। ট্যুইটটি রিট্যুইট করেন মিমি।

এর আগেও ঋতাভরী, শ্রীলেখার মতো নায়িকারা লকডাউনে পথের কুকুরদের খাওয়াবার দায়িত্ব নিয়েছেন ও অনুরাগীদের আর্জিও জানিয়েছেন সাধ্যমতো পথের কুকুরদের খাবার দেওয়ার।