নয়াদিল্লি: কাটা হবে না সরকারি চাকুরিজীবীদের মাস মাইনে, গুজব উড়িয়ে ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের।
আজ ট্যুইট করে জিতেন্দ্র সিংহ বলেন, 'সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা গুজবে কান দেবেন না। সরকারের তরফ থেকে সরকারি চাকুরিজীবীদের মাস মাইনে কেটে নেওয়ার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি এমন কোনও পরিকল্পনাও নেই।'
করোনা পরিস্থিতিতে এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে আগামী বছরের জুলাই মাস অবধি মহার্ঘভাতা বা ডিএ-র বৃদ্ধিকে স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এছাড়াও জানানো হয়েছে, জানুয়ারীর ১ তারিখ থেকে জুনের ৩০ তারিখ পর্যন্ত সময়কালের এরিয়ার দেওয়া হবে না।
'মাইনে কাটা হবে না সরকারি চাকুরিজীবীদের', গুজব উড়িয়ে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 May 2020 07:32 PM (IST)
কাটা হবে না সরকারি চাকুরিজীবীদের মাস মাইনে, গুজব উড়িয়ে ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -