কলকাতা: পরনে নীল-মেরুন। সালঙ্কারা সাংসদ। হাতে ভারী মানতাসা। লক্ষ্মী আরাধনায় নজর কাড়লেন মিমি চক্রবর্তী। বাড়ির সকলের কাছে তিনি সত্যিই লক্ষ্মী মেয়ে। দুর্গাপুজোয় আবাসনের পুজোয় মেতেছিলেন সকলের সঙ্গে। ধরে রেখেছিলেন নিজের পাশের বাড়ি মেয়ে ইমেজ! লক্ষ্মী পুজোতেও সেইরকম ছবি ধরা পড়ল। ছোট্ট মেয়ের মতো কোলে করে নিয়ে এলেন লাল ঘাঘরা-ওড়নায় ঢাকা লক্ষ্মী মূর্তি। 'মা'কে প্রতিষ্ঠিত করে সাজিয়ে দিলেন ভোগ। তারপর নিজে হাতেই পঞ্চপ্রদীপ নিয়ে শুরু করলেন আরতি। ঝলঝলিয়ে উঠল তাঁর হাতের মানতাসা।



হাতে করে মাখলেন নিবেদনযোগ্য প্রসাদ। শুধু লক্ষ্মী নয়, বাড়ির গণেশের সামনেও নিবেদন করা হল মিষ্টি।  পাঁচালি পড়লেন মিমির মা। লক্ষ্মী মেয়েটির মতো পিছনে হাত জোড় করে বসলেন মিমি। পুজোর পর বাবার পায়ে হাত দিয়ে করলেন প্রণাম। পঞ্চপ্রদীপের তাপ মেয়ের মাথায় সস্নেহে বুলিয়ে দিলেন মা। সব মিলিয়ে পারিবারিক আবহে বেশ অন্যরকম লক্ষ্মীপুজো কাটালেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী।



গত সপ্তাহে দুর্গাপুজোর অষ্টমীতে কসবায় নিজের আবাসনের পুজোয় অঞ্জলি দিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। সন্ধিপুজোর সময়ও ছিলেন আগাগোড়া। করোনা বিধি মেনে চলেছেন অক্ষরে অক্ষরে। যা করেছিলেন, যেটুকু করেছিলেন, মেনেছিলেন করোনা বিধি।নবমীতেও তার অন্যথা হল না। কসবায় তার নিজের আবাসনের পুজোয় বাইরের লোকেদের জন্য ছিল 'No Entry'। তাই আবাসনের প্রতিবেশীদের সঙ্গেই সাংসদ মাতেন পুজোর আনন্দে। ধুনুচি নিয়ে নাচেনও দেদার।