কলকাতা: গোটা রাজ্য-রাজনীতি, দেশ এমনকী বিদেশও তোলপাড় একটাই ইস্যুতে। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চারিদিকে প্রতিবাদের ঝড় (RG Kar News)। সকলের মুখেই একটার দাবি, 'বিচার চাই' (We Want Justice)। মহিলারা তাঁদের নিরাপত্তা নিয়ে দাবি তুলছেন একাধিক। রাতে, এমনকী দিনের বেলাতেও মহিলারা কতটা নিরাপদ, তাঁদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? হাজারো প্রশ্নে যখন উত্তাল দেশবাসী, তখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী ও যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে স্ক্রিনশট পোস্ট করে ক্ষোভ, হতাশা প্রকাশ অভিনেত্রীর।
অভিনেত্রী, প্রাক্তন তারকা সাংসদ মিমি চক্রবর্তী পেলেন ধর্ষণের হুমকি
আরজি করের ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন একাধিক অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, চিত্রশিল্পী, নাট্যকর্মীরা। পথেও নেমেছেন তাঁরা। প্রতিবাদের কণ্ঠস্বর শোনা গিয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীরও। প্রতিবাদের আবহেই পোস্টের কমেন্ট সেকশনের কিছু স্ক্রিনশট ভাগ করে নিলেন অভিনেত্রী। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রকাশ্যে অভিনেত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। সেই কমেন্টের স্ক্রিনশট ভাগ করে অভিনেত্রীর প্রশ্ন, 'এবং আমরা কীসের জন্য লড়াই করছি?' এমনই দুটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী নিজের এক্স হ্যান্ডলে লেখেন, 'এবং আমরা মহিলাদের অধিকারের জন্য বিচারের দাবি করছি? এগুলো (কমেন্টের স্ক্রিনশট) মাত্র কয়েকটা। যেখানে ধর্ষণের হুমকিকে স্বাভাবিক করা রাখা হয়েছে সেই সব বিষাক্ত পুরুষদের দ্বারা যারা ভিড়ের মধ্যে মুখোশ পরে বলছে যে তারা মহিলাদের পাশে দাঁড়িয়েছে। কোন ধরনের শিক্ষায় এগুলো সম্ভব?' মিমির পোস্টের ও কমেন্টের পোস্টের স্ক্রিনশট রইল নীচে। কিন্তু সেই কমেন্টের এতই নিকৃষ্ট ভাষা যে সেগুলো না ঢেকে শেয়ার করা গেল না।
এই পোস্টের সঙ্গে কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের অফিসিয়াল এক্স হ্যান্ডলকে ট্যাগ করেছেন অভিনেত্রী। এই পোস্ট শেয়ার করে মিমির পাশে দাঁড়িয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। তিনি লেখেন, 'তারকাদের ঘৃণা করুন কিন্তু ভেবে চিন্তে। জেলে ইন্টারনেট নাও পেতে পারেন।' তবে মিমির এই পোস্টে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরাও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।