কলকাতা: লাল গাউন ছুঁয়ে যাচ্ছে মৌসুনী দ্বীপের বালির চর, হাওয়ার উড়ছে খোলা চুল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া এই ছবিতে তাক লাগিয়েছিল তাঁর রূপের আগুন। কিন্তু কেবল রূপই নয়, সুরের মূর্ছনায় অনুরাগীদের মন জয় করলেন মিমি চক্রবর্তী। এই প্রথম নয়, এর আগে একাধিকবার নায়িকাকে গায়িকা-রূপে দেখেছেন ভক্তরা। মুক্তি পেল তারকা সাংসদের নতুন মিউজিক অ্যালবাম, 'তোমার খোলা হাওয়া'।

এর আগেও গানের শুরে অনুরাগীদের মুগ্ধ করেছেন মিমি। সেও ছিল রবীন্দ্রসঙ্গীত। ফের মিউজিক ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়ে রবীন্দ্রসঙ্গীতকেই বাছলেন সাংসদ। মিমি বলছেন, ''তোমার খোলা হওয়া এমন একটা গান, যেটা শুনতে শুনতে আমরা বড় হয়েছি। ছোটবেলা থেকেই এই গানটা আমার ভীষণ প্রিয়। বহুবার আনমনেও এই গানটা গুনগুন করেছি আমি। এই মিউজিক ভিডিওর সাফল্যের পিছনে আমার গোটা টিমের পরিশ্রম রয়েছে। সবাই খুব ভালো কাজ করেছেন।''



শুধু গান নয়, মিউজিক ভিডিওতে তাক লাগিয়েছে দৃশ্যপটও। গোটা ভিডিওটাই শ্যুট হয়েছে সুন্দরবনের মৌসুনী দ্বীপে। মিমি বলছেন, '' আমরা ঠিক করেছিলাম পশ্চিমবঙ্গেরই কোনও একটা সুন্দর জায়গায় এই গানের শ্যুটিংটা করব। সেই কথা ভাবতে ভাবতেই আমাদের মাথায় আসে মৌসুনী দ্বীপের কথা। আমাদের লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের সৌন্দর্য্যকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা। এর ফলে মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আরও বেশি ভ্রমন করতে আসবেন। এতে লাভবান হবে আমাদের পর্যটন। শ্যুটিং করতে গিয়ে আমরা এমন অনেক দ্বীপে গেছি যেগুলো মাঝে মাঝেই জেগে ওঠে সমুদ্রের মধ্যে। আবার প্রকৃতির খেয়ালে এক রাতের তলিয়ে যায় জলের তলায়।''



বড়দিনকেই মিমি গানের মুক্তির আদর্শ দিন হিসাবে বেছে নিয়েছেন মিমি। তাঁর মতে, উৎসব আনন্দের দিনে মানুষের মন ছুঁয়ে যাবে 'তোমার খোলা হাওয়া'। এখানেই শেষ নয়, অনুরাগীদের জন্য আবারও নতুন মিউজিক ভিডিও নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন মিমি।

https://www.instagram.com/p/CJLzCG2AUmq/

এর আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন মিমি। ফ্রিল দেওয়া লাল গাউন পরে হাঁটতে হাঁটতেই শ্যুটিং নিয়ে নির্দেশ দিচ্ছেন মিমি। কেমন করে ড্রোন থেকে শট নেওয়া হবে সেটাই বোঝাচ্ছিলেন তিনি। মজার সেই ভিডিওটিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন মিমি। বেখেয়ালে নিজের বলা কথা নিয়ে রসিক ক্যাপশানও লেখেন মিমি।

২০১৯-এর পুজোয় মিমি প্রথম সামনে এনেছিলেন নিজস্ব ইউটিউব চ্যানেল। মুক্তি পেয়েছিল তাঁর ড্রিমস অ্যালবাম, তাঁর গাওয়া ‘অনজানা’ এবং ‘পল’। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি নিজের জন্মদিনে সাংসদ-তারকা অনুরাগীদের রিটার্ন গিফট দিয়েছিলেন তাঁর তৃতীয় গান ‘পরি হুঁ ম্যায়’।