কলকাতা: করোনা পরিস্থিতি থেকে শুরু করে ইয়াস, বার বার সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। তবে এবার তাঁর ভূমিকা একটু অন্যরকম। করোনাকালে আজ একটি বেসরকারী সংস্থার উদ্যোগে গোটা দিন চলবে ভ্যাকসিনেস ড্রাইভ। তবে এই আয়োজন কেবলমাত্র তৃতীয় লিঙ্গের মানুষ ও রূপান্তরকামীদের জন্য। তাঁদের সঙ্গে ভ্যাকসিন নেবেন মিমি চক্রবর্তী। 


আজ কেএমসি বিল্ডিং, কসবা, শান্তিপল্লিতে একটি বেসরকারী সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছে ভ্যাকসিনেশন ক্যাম্প। সেখানেই আজ উপস্থিত থাকবেন মিমি। প্রাইড মান্থ (ভালোবাসার মাস)-এ নিজের কেন্দ্রের মানুষদের মধ্যে সচেতনতা প্রচারের মিমির এই উদ্যোগ। তবে কেবল রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষই নয়, যাঁরা বিশেষভাবে সক্ষম তাঁরাও আজ ভ্যাকসিন নিতে পারবেন এখানে। ভ্যাকসিন দেওয়া হবে কিছু দুঃস্থ মানুষদেরও। 


আজ সবার সঙ্গেই শান্তিপল্লিতে উপস্থিত থাকবেন মিমি। তিনি নিজেও ভ্যাকসিনের প্রথম ডোজ নেবেন আজই। মিমি জানিয়েছেন, ভ্যাকসিনগুলি সম্পূর্ণ নিরাপদ এই বার্তা দিতে আজ এখানে এসে সবার সঙ্গে ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


সম্প্রতি নিজের বারুইপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইয়াস ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গা পরিদর্শন করেছিলেন মিমি। বিভিন্ন ত্রাণশিবিরে প্রচুর মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। তাঁদের খাওয়াদাওয়ার তদারকিও করতে দেখা গিয়েছিল তাঁকে। নিজস্ব কেন্দ্রের অতিমারী পরিস্থিতি খতিয়ে দেখা, প্রয়োজনমাফিক বন্দোবস্ত করার কাজ করতে আগেও দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদকে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় কীভাবে ত্রাণ বিলি থেকে শুরু করে সবরকম কাজ করা হবে, তা নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছিলেন মিমি।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার মাস নিয়ে বিশেষ বার্তা দিয়েছিলেন অভিনেত্রী সাংসদ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, কখনও হলুদ, কখনও সবুজ আবার কখনও নীল, সাত রঙের আলোর আভা ছড়িয়ে পড়ছে মিমির মুখে। নিজের ছন্দে মগ্ন মিমি। নেপথ্যে বাজছে আমেরিকান গায়ক ট্র্যাভিস স্কটের জনপ্রিয় গান ‘গুসবাম্পস’। জুন মাসকে লিঙ্গভেদরেখাহীন প্রেমের মাস বসে ঘোষিত করেছে আমেরিকা। নিজের নতুন ভিডিওতে সমস্ত বাধার উর্ধ্বে উঠে ভালোবাসার বার্তাই দিলেন মিমি। লিখলেন, ' তোমরা যাদের আমি চিনি অথবা চিনি না, দেখা হয়েছে অথবা হয়নি, তাদের সবাইকে বলছি, তোমাদের ভালোবাসা উদযাপন করা হয়।'