কলকাতা: ফের বাড়ল জ্বালানির দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দু’একদিন অন্তর বাড়িয়েই চলেছে দাম। একদিনের বিরতির পর ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০০ টাকা ছুঁতে চলল। আজ কলকাতায় লিটারপ্রতি ২৬ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৩৮ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৬ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ৮ পয়সা।
মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ২৭ পয়সা বেড়ে হয়েছে ১০৩.৬৩ টাকা। গত ২৯ মে-তে দেশের প্রথম মেট্রো শহর হিসেবে মুম্বইতে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছিল। এদিন মুম্বইতে ডিজেলের দাম ২৮ পয়সা বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৫.৭২ টাকা।
দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে প্রতি লিটারে ২৮ ও ২৬ পয়সা বেড়েছে। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারে ৯৭.৫০ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছি লিটার পিছু ৮৮.২৩ টাকা।
চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২৫ পয়সা বেড়েছে। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৮.৬৫ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯২.৮৩ টাকা।
সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি বলেছেন, মানছি জ্বালানির দামবৃদ্ধিতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু একবছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনার ভ্যাকসিনের জন্য। এই কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য আমরা অর্থ সঞ্চয় করছি।
করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম এক-দুদিন অন্তর বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এর ফলে আশঙ্কিত মধ্যবিত্তরা।
করোনা আবহে বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা।
অর্থনীতিবিদদের একাংশের যুক্তি, একটা স্তরে সরকারের উচিত দাম নিয়ন্ত্রণ করা। তাঁদের মতে, এটা জরুরি পণ্য। এর সঙ্গে বাজারের অন্য পণ্যের দামের ওঠানামা যুক্ত। এর দায় এড়াতে পারে না সরকার। একটা স্তরে দাম নিয়ন্ত্রমের করা উচিত। জিএসটি আওতায় আনছে না। এটা আনলে ভাল হতো।
কয়েকদিন এই ইস্যুতে ভারসাম্য রক্ষার পরামর্শ দেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তিনি বলেন, সবসময় এটা বলা হয় যে, পেট্রোল-ডিজেলের মৃল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার কিছু করুক। কিন্তু আমাদের ভারস্যমাও রক্ষা করতে হবে। সরকারের দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। আমি আশা করি, যাঁদের এই দায়িত্ব, তাঁরা ভারসাম্য রক্ষা করবেন।
Petrol Diesel Price Today:ফের বাড়ল জ্বালানির দাম, শহরে সেঞ্চুরির আরও কাছে পেট্রোল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2021 08:55 AM (IST)
মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ২৭ পয়সা বেড়ে হয়েছে ১০৩.৬৩ টাকা। গত ২৯ মে-তে দেশের প্রথম মেট্রো শহর হিসেবে মুম্বইতে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছিল। এদিন মুম্বইতে ডিজেলের দাম ২৮ পয়সা বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৫.৭২ টাকা।
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
22 Jun 2021 08:35 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -