কলকাতা: পৃথিবীতে এসেছে ছোট্ট প্রাণ। তার জন্য ভুলে যাওয়া যায় সমস্ত পুরনো তিক্ততা। টলিউডে সম্পর্কের ভাঙাগড়া যেমন দেখে, তেমন দেখে সৌজন্যবোধ, বন্ধুত্বও। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইয়ুভানের জন্য ভালোবাসা মাখা উপহার পাঠালেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ছেলের তরফ থেকে ধন্যবাদ জানালেন মা-ও।

ইন্ডাস্ট্রিতে কান পাতলে দীর্ঘদিন শোনা যেত বিভিন্ন কানাঘুষো। সেইসব উড়িয়ে মিমি, শুভশ্রীর সোশ্যাল মিডিয়া বলছে, তাঁরা এখন 'ভালো বন্ধু'। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মিমির পাঠানো উপহারের ছবি শেয়ার করে ছেলের জবানিতে মিমিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুভশ্রী লেখেন, ‘‘ইউভান বলছে, উপহার খুব সুন্দর। থ্যাঙ্ক ইউ সো মাচ মিমি!’’ ছবি বলছে, টেডি বিয়ার, খেলনা ছাড়াও সেই গিফট প্যাকে রয়েছে, জামা, তোয়ালে। এ ছাড়াও, ইউভানকে সাজাতে মিমি পাঠিয়েছেন, বেবি পাউডার, ক্রিম, তেল, সাবান, শ্যাম্পু, চিরুনি! সবটাই সুন্দর করে প্যাক করা।



প্রসঙ্গত, ইয়ুভানের জন্মের পরেও ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় 'রাজশ্রী'-কে শুভেচ্ছা জানিয়েছিলেন মিমি। ২০১৮ সালে বাওয়ালি রাজবাড়িতে রাজকীয় বিয়ের আসর বসেছিল রাজ-শুভশ্রীর। আপাতত ছোট্ট ইয়ুভানকে নিয়ে ভীষণ ব্যস্ত তাঁরা। অন্যদিকে মিমিও ব্যস্ত নিজের কেরিয়ার নিয়ে। পুজোয় মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ড্রাকুলা স্যার। সামনেই লন্ডন সফর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিমি জানান, প্রেমের জন্য আপাতত সময় নেই তাঁর। কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান সাংসদ।