কলকাতা: সিনেমাহলে গিয়ে দেখা হয়নি মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও শাকিব খান (Shakib Khan) অভিনীত 'তুফান' (Toofan)? এবার ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছে মিমির প্রথম বাংলাদেশের ছবি। 'হইচই' (Hoichoi)-এর পর্দায় মুক্তি পাচ্ছে 'তুফান'। আগামী ১৯ অগাস্ট 'হইচই' (Hoichoi)-এর পর্দায় স্ট্রিম করা হবে 'তুফান' ছবিটি। এই ছবির হাত ধরেই প্রথম জুটি হিসেবে দেখা যাবে শাকিব খান ও মিমিকে। বাংলাদেশে এই ছবিটি বেশ সাড়া ফেলেছিল। এরপরে ভারতেও মুক্তি পেয়েছিল এই ছবি। তবে পশ্চিমবঙ্গে তেমন সাড়া ফেলতে পারেনি 'তুফান'। অনেকেই অপেক্ষা করছিলেন এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে দেখার জন্য। করোনা পরিস্থিতির পরে ওটিটিতে ছবি দেখার চল বেড়েছে। অনেকেই নতুন ছবি ওটিটিতে দেখার জন্য অনেকেই অপেক্ষা করেন। তুফান-এর ক্ষেত্রে সেই অপেক্ষার অবসান ঘটছে। ১৯ তারিখ 'হইচই'-তে মুক্তি পাচ্ছে 'তুফান'।


এই ছবির দুটি গান, 'লাগে উরা ধুরা' ও 'দুষ্টু কোকিল' গান দুটি বেশ জনপ্রিয় হয়েছিল ভারতে। তবে ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি। তবে অনেক ছবির ক্ষেত্রেই এটা হয় যে বড়পর্দায় মুক্তির পরে সেই ছবি তেমন সাড়া পায় না। তবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পরে সেই ছবি প্রভূত সাড়া পায়। প্রচুর মানুষ বাড়িতে বসে সেই ছবিটি দেখতে আগ্রহী হন। 'তুফান'-এর ক্ষেত্রেও সেই একটি জিনিস ঘটবে কি না, সেই উত্তর দেবে সময়। যেহেতু ছবিটি বাংলাদেশে খুব ভাল সাড়া পেয়েছিল, সেই কারণেই নির্মাতারা মনে করছেন ছবিটিকে যদি তাড়াতাড়ি ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়, তাহলে মানুষের তরফ থেকে সাড়া পাওয়া যেতে পারে। 


মিমি এই সম্পর্কে বলেছিলেন, দীর্ঘদিন পরে তিনি এমন একটি কমার্শিয়াল ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছেন। এই ছবির দুটি গানের জন্যই মূলত এই ছবিটি করতে রাজি হয়েছিলেন তিনি। শাকিবের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা ভাল এমনটাও জানিয়েছিলেন মিমি।






আরও পড়ুন: Rahul Dev Basu: জিৎ-প্রসেনজিতের পরে 'খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এর হাত ধরে বলিউডে পা রাখছেন রাহুল দেব বসু


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।