কলকাতা: এই ছবির বিভিন্ন গান প্রকাশ্যে আসলেও, প্রকাশ্যে আসেনি মুক্তির দিন। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)-র প্রথম বাংলাদেশের কাজ কবে ভারতে দেখা যাবে, তার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে এসভিএফ (SVF) প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রকাশ্যে এল দিন। আগামী মাসেই, ভারতে মুক্তি পাবে শাকিব খান (Shakib Khan) ও মিমির নতুন ছবি 'তুফান' (Toofan)। 

Continues below advertisement

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির দুটি গান। একটি 'উরা ধুরা' অন্যটি 'দুষ্টু কোকিল'। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দুই গান। চর্চায় উঠে এসেছে শাকিব মিমির রসায়নও। এই ছবির ট্রেলার মুক্তির পরে অনেকেই একে হিন্দি ছবি 'অ্যানিমাল' (Animal)-এর সঙ্গে তুলনা করেছিলেন। তবে গোটা ছবির গল্পটা যে কী, তার জন্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তির। 

আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৫ জুলাই মুক্তি পাবে এই ছবিটি। বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে ও বাংলাদেশেও মুক্তি পাবে এই ছবি। বাংলাদেশে মিমির এই প্রথম কাজ। একেবারে মূলধারার ছবি হিসেবেই এই ছবিতে তুলে ধরতে চেয়েছেন পরিচালক।h 'তুফান'-এ শাকিব খানের যে লুক প্রকাশ্যে এসেছে, তাতে বোঝা যায়, কেবল প্রেম নয়, অ্যাকশন সিকোয়েন্সেও রয়েছে এই ছবিতে।

Continues below advertisement

প্রসঙ্গত, এপ্রিল মাসের শেষের দিকে ঘোষণা করা হয়, ছবির কাস্টিংয়ে যোগ দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। রাইহান রফি পরিচালিত বাংলাদেশের এই ছবি। বহু প্রতীক্ষিত ছবি 'তুফান'-এ বিশেষ চরিত্রের মাধ্যমে নয়া চমক আনবেন চঞ্চল চৌধুরী, মত নির্মাতাদের। মিমি চক্রবর্তীর সঙ্গে এই ছবিতে রয়েছেন বাংলাদেশি তারকা অভিনেত্রী নাবিলা। ছবির প্রযোজনার দায়িত্বে 'এসভিএফ বাংলাদেশ' (SVF), 'আলফা-আই' (Alpha-i) ও 'চরকি' (Chorki)।

তিন সংস্থার প্রযোজনায় 'তুফান' ছাড়াও আরও একটি ছবির ঘোষণা করা হয়েছে। 'দুম' ছবির ঘোষণা করা হয়েছে যার পরিচালনা করছেন রেদওয়ান রনি ও মুখ্য ভূমিকায় থাকবেন চঞ্চল চৌধুরী। 

 

আরও পড়ুন: Dev on Rukmini Birthday: রুক্মিণীর জন্মদিনে আমন্ত্রিত সৌরভ-বাবুল, বার্থডে গার্লের পাশে পাশে রইলেন দেব

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।