কলকাতা: টলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। তারপরই চার হাত এক হয়েছে সৌরভ দাস (Saurav Das) ও দর্শনা বণিকের (Darshana Banik)। এবার কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)? তাঁর সোশ্যাল মিডিয়ার শেষ পোস্ট দেখলে তেমনই মনে হবে আচমকা। তবে সে 'কাহানি মে ট্যুইস্ট' আছে।
কনের সাজে মিমি চক্রবর্তী, বলছেন 'ভাল্লাগছে না'
কিছুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট নানা ভিডিও পোস্ট করে যাচ্ছেন অভিনেত্রী। সব ভিডিওরই সারমর্ম, অভিনেত্রীর 'ভাল্লাগছে না' (Bhallagchena)। কিন্তু কেন? কী হয়েছে তাঁর?
বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি কনের সাজে ছবি পোস্ট করেন অভিনেত্রী। লাল বেনারসী, গলায়-কানে হালকা গয়না, শাঁখা-পলা, মাথায় মুকুট। তাহলে কি এবার মাঘ মাসেই বিয়ে সেরে ফেলছেন তিনি? অন্যদিকে অভিনেত্রীর এক হাতে গিটার ও অন্য হাতে চোঙ মাইকও রয়েছে। আসলে মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে আসছে তাঁর নতুন মিউজিক ভিডিও (music video), যার নাম 'ভাল্লাগছে না'।
এদিন প্রকাশ্যে আসে তাঁর গানের পোস্টার। কিছুদিন ধরে তারই প্রচার করছিলেন অভিনেত্রী। এদিনের পোস্টের ক্যাপশনে লেখেন, 'ভাল্লাগছে না এমন একটি কথা যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে,আমাদের প্রথম পোস্টারটি রইল আপনাদের জন্য, ২৮ জানুয়ারি আসছে গানটি, টিজার আসছে খুব তাড়াতাড়ি।'
'মিমি চক্রবর্তী ক্রিয়েশনস' নিবেদিত, 'ভাল্লাগছে না' তাঁদের নতুন গান। এদিনের পোস্টে অভিনেত্রীকে 'দুর্দান্ত লাগছে' বলে জানিয়েছেন অপর অভিনেত্রী পার্নো মিত্র। নতুন কাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও। একজন লেখেন, 'এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।' অপর একজন লেখেন, 'শুভেচ্ছা। দারুণ লাগছে পোস্টার।' কেউ লিখলেন, 'স্বর্গীয় সুন্দরী মিমি'। তবে কটাক্ষও ধেয়ে এসেছে একাধিক। এক নেটিজেন লেখেন, 'বাহ্, ওঁরও নিজের প্রোডাকশন হাউজ! টলিউডে অভিনয় করে প্রতিষ্ঠিত হোক না হোক... ২-৪টে সিনেমা করে প্রযোজক হওয়া মাস্ট এখন।' তবে বেশিরভাগ অনুরাগীই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
এর আগে নিজের কণ্ঠে একাধিক গান প্রকাশ করেছেন মিমি চক্রবর্তী। এই মিউজিক ভিডিওর কনসেপ্ট অভিনেত্রীর নিজেরই। গানের কথা তাপস ও মিমির। অনুরাগীরা এখন অপেক্ষায় ছবির টিজারের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।