কলকাতা: আজ টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) জীবনে বিশেষ একটি দিন। আজ তাঁর বাবার জন্মদিন। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, বাবার জন্মদিন কীভাবে উদযাপন করছেন তিনি।
বাবার জন্মদিন উদযাপন মিমি চক্রবর্তীর-
এদিন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, টেবিলের উপর রাখা রয়েছে কেক। মাঝে মোমবাতি। অভিনেত্রীর বাবা কেক কাটলেন। তারপর কেক খাইয়েও দিলেন। মিমির পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, জন্মদিনের হইহুল্লোড়ের মাঝে একইভাবে মেতে রয়েছে তাঁর দুই সারমেয় সন্তান। তারাও কেক খাবে বলে লাফালাফি করছে। শেষে বাবা- মেয়েকে এক ফ্রেমে দেখা যায়। ভিডিও পোস্ট করে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অভিনেত্রীর পোস্টে তাঁর বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারাও। ঐন্দ্রিলা সেন থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায়রা শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন - Ranbir Alia Baby: রণবীর-আলিয়ার সন্তানের নামে ঋষির যোগ, চোখে জল নীতুর
প্রসঙ্গত, সদ্য়ই প্রকাশ্যে এসেছে মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'খেলা যখন'-এর ট্রেলার। পরিচালক অরিন্দম শীল আগেই জানিয়েছিলেন, এই ছবিতে ভরপুর অ্যাকশন দেখা যাবে। ট্রেলারেও দেখা গেল সেই ঝলক। অর্জুন থেকে শুরু করে মিমি, প্রত্যেকের অ্যাকশনের ঝলকই দেখা গেল। পরিচালক জানিয়েছিলেন, এই ছবি তার করা সবচেয়ে বিগ বাজেট ছবি। এবার গোরা-পুপের এই জুটিতে নতুন রূপে পর্দায় দেখার অপেক্ষায় দর্শকেরা। এসভিএফ, ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা ও রাজপ্রতিম ভেঞ্চার্সের সঙ্গে হাত মিলিয়ে মুক্তি পাচ্ছে এই ছবি। এই গল্পের শুরু হয় একটা ভয়াবহ দুর্ঘটনা দিয়ে। গল্পের মূল চরিত্র, মিমি এই দুর্ঘটনার স্বীকার হয়। কিন্তু এই দুর্ঘটনার উৎস খুঁজতে গিয়েই শুরু হয় বিপত্তি। প্রত্যেক মুহূর্তে নানা প্রতিকূলতা পেরিয়ে, গল্পের ঊর্মি কি খুঁজে পাবে নিজের পরিচয়? সেই উত্তর পাওয়া যাবে গল্পে। এই ছবিতে মিমির সঙ্গে দেখা যাবে অর্জুনকে। রূপোলি পর্দায় প্রথমবার মিমি ও অর্জুনকে জুটি বাঁধতে দেখা গিয়েছিল 'বাপি বাড়ি যা' ছবিতে। এরপর বিরসা দাশগুপ্ত পরিচালিত 'ক্রিসক্রস' (Criscross) ছবির একটি গল্পে অর্জুনের বিপরীতে দেখা গিয়েছিল মিমিকে। তবে অর্জুন ও মিমির জুটি জনপ্রিয়তা পেয়েছিল অনেক আগেই। ছোটপর্দায় ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh) পরিচালিত 'গানের ওপারে' ধারাবাহিকে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল এই জুটি। সেই তো প্রথম মিমি আর অর্জুনের পর্দার সঙ্গে আলাপ।