কলকাতা: সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে রামধনু রঙ। তারকাদের পোশাক থেকে শুরু করে ভার্চুয়াল স্টিকার, 'প্রাইড মান্থ'-এ সবকিছুতেই সাত রঙের ছোঁয়া। আর এবার সেই স্রোতে গা ভাসালেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সাতরঙা ভিডিও।


কখনও হলুদ, কখনও সবুজ আবার কখনও নীল, সাত রঙের আলোর আভা ছড়িয়ে পড়ছে মিমির মুখে। নিজের ছন্দে মগ্ন মিমি। নেপথ্যে বাজছে আমেরিকান গায়ক ট্র্যাভিস স্কটের জনপ্রিয় গান ‘গুসবাম্পস’। জুন মাসকে লিঙ্গভেদরেখাহীন প্রেমের মাস বসে ঘোষিত করেছে আমেরিকা। নিজের নতুন ভিডিওতে সমস্ত বাধার উর্ধ্বে উঠে ভালোবাসার বার্তাই দিলেন মিমি। লিখলেন, ' তোমরা যাদের আমি চিনি অথবা চিনি না, দেখা হয়েছে অথবা হয়নি, তাদের সবাইকে বলছি, তোমাদের ভালোবাসা উদযাপন করা হয়।'


এই মাসের শুরুতেই ইনস্টাগ্রামে এই একই বার্তা দিয়েছিলেন সাংসদ। রামধনু রঙের কাপ স্টিকারের সঙ্গে নিজের ছবি শেয়ার করে মিমি লিখেছিলেন 'ভালোবাসা, ভালোবাসাই হয়।'


লকডাউনে গৃহবন্দি থেকেও সবসময় ভালো থাকার কথা বলেছেন, লিখেছেন মিমি চক্রবর্তী। অনুরাগীদের দিয়েছেন মন ভালো রাখান বিভিন্ন টিপসও। বাড়িতে বসেই আপাতত প্রিয় পোষ্যদের সঙ্গেই সময় কাটছে তাঁর। আর এর মধ্যেই নিজের লুক নিয়ে একটু কাটাছেঁড়া করেছেন সাংসদ। একেবারে নতুন লুকে অনুরাগীদের চমকে দিয়েছেন মিমি। নতুন হেয়ার স্টাইল করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই ছবি। লকডাউনে বাড়িতে বসেই হেয়ারস্টাইল বদলে ফেলেছেন মিমি। নতুন ‘ব্যাংস’ নিয়ে ঝলমলে ছবি শেয়ার করেছেন সাংসদ। নরম রোদে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের লম্বা চুলের হেয়ারস্টাইল বদলেছেন মিমি। আর তাঁর নতুন স্টাইলে মুগ্ধ সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরাও। মিমির ছবিতে ইশা সাহা লিখেছেন, 'ব্যাংস'! দুটি হার্ট সাইন দিয়েছেন তিনি।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেছিলেন মিমি। বাড়িতে নতুন সদস্য এসেছে তাঁর। চিকুর স্মৃতিতে মিমি এই খুদের নাম রেখেছেন চিকু জুনিয়র। মাত্র ৪০ দিন বয়সের এই কুকুরটি মিমিকে উপহার দিয়েছেন তাঁর বন্ধুরাই।


কিছুদিন আগেই মানসিক স্বাস্থ্যের কথা বলে একটি ভিডিও শেয়ার করেছিলেন মিমি। সেখানে সোশ্যাল মিডিয়া ও মানসিক স্বাস্থের কথা বলেছিলেন তিনি। দিয়েছিলেন সবার পাশে থাকার বার্তা।