মুম্বই: ওয়াটার রিজার্ভারের উপর পার্কিংয়ের জায়গা। ভরা বর্ষায় বিপত্তি। মুষলধারে বৃষ্টির মধ্যে হঠাত্ই পার্কিং লটে ধস নেমে ভিতরে ঢুকে গেল আস্ত একটা গাড়ি! এমনই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঘাটকোপারে। শেষপর্যন্ত পুলিশ গিয়ে ক্রেন দিয়ে গাড়িটিকে তোলে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
পার্কিং লটে ধসের পর দাঁড়িয়ে থাকা গাড়ির ডুবে যাওয়ার ঘটনা সেখানে উপস্থিত কোনও ব্যক্তির ক্যামেরায় ধরা পড়ে। এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসে। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়েছে ওই ভিডিও। নেটিজেনরা এই ভিডিও সম্পর্কে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের ঘাটকোপারে রাম নিবাস নামে এক সোস্যাইটির পার্কিয়ের জায়গায় আগে কুঁয়ো ছিল। পরে সেই কুঁয়ো বন্ধ করে সোস্যাইটির লোকজন গাড়ি পার্কিং শুরু করেছিলেন। কিন্তু বর্ষার প্রবল বৃষ্টিতে সেখানে সিঙ্ক হোল তৈরি হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটি ভেতরে ঢুকে যায়। ওই গাড়িরটির মালিক পঙ্কজ মেহরা নামে এক ব্যক্তির। ওই ঘটনার সময় সৌভাগ্যক্রমে গাড়িতে কেউ ছিলেন না। ফলে কারুর কোনও ক্ষতি হয়নি। ভিডিওতে দেখা গিয়েছে, ধসের পর পর গাড়িটি জলে ডুবে যায়। স্থানীয় পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।
এরইমধ্যে এই ঘটনায় কোনও রকম দায়িত্ব অস্বীকার করেছে বৃহন্মুম্বই পুরসভা। মুম্বই পুরসভা এক বিবৃতিতে বলেছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও লেনদেন নেই। এই ঘটনা ঘটেছে বেসরকারি সোসাইটিতে। বিএমসি বলেছে, ওই সোসাইটির পরিসরে একটি কুঁয়ো ছিল। কুয়োটিকে আরসিসি দিয়ে অর্ধেক ঢাকা হয়েছিল। সোসাইটির বাসিন্দাররা তাদের আরসিসি এলাকায় গাড়ি পার্ক করত।এ জন্যই আরসিসি-তে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি জলে ডুবে যায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পুরসভা এই ঘটনায় সংশ্লিষ্ট বিভাগীয় দফতরের মাধ্যমে জল নিকাশীর কাজে সমন্বয় সাধনের কাজ করছে। সেই সঙ্গে সোসাইটিকে ওই জায়গার সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।