কলকাতা: ভারতের প্রেক্ষাগৃহে হাজির শাকিব খান (Shakib Khan) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অভিনীত 'তুফান' (Toofan)। গতকাল, ৫ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। আর ছবির সাফল্য কামনা করে আজ মন্দিরে পুজো দিলেন 'দুষ্টু কোকিল' ওরফে মিমি চক্রবর্তী। নিজের প্রোফাইলে পোস্ট করলেন ছবি। 


প্রেক্ষাগৃহে নতুন ছবি, মন্দিরে প্রার্থনা মিমির


বাংলাদেশে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা ও চঞ্চল চৌধুরী অভিনীত 'তুফান'। সেখানকার বক্স অফিস মাত করেছে তারকা অভিনেতার ছবি। এবার ভারতের প্রেক্ষাগৃহে 'অগ্নিপরীক্ষা' দেওয়ার পালা এই ছবির। মূলধারার এই ছবি কেমন ব্যবসা করে ভারতীয় দর্শকের কাছে, সেটাই দেখার। 


তবে নতুন ছবির সাফল্য প্রার্থনা করে এদিন ভোরবেলা কালীঘাটের মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁকে দেখা গেল ভক্তিভরে প্রার্থনা করতে। মন্দির থেকে বেরিয়ে ভিড় জমানো অনুরাগীদের সঙ্গেও দেখা করলেন তিনি। মিমি চক্রবর্তী নিজের প্রোফাইলেও এদিন কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে কেবল লেখেন, 'ওম নমঃ শিবায়। জয় মা কালী। সব ভালো হোক সব মঙ্গল হোক।'


 






আরও পড়ুন: Rishi Kaushik Exclusive: অসমে মডেলিং দিয়ে শুরু, কলকাতায় এসে ধারাবাহিকে দাপুটে অভিনয়, কেমন ছিল ঋষি কৌশিকের 'সাফল্য যাত্রা'?


ছবি মুক্তির আগে কলকাতায় প্রচারে আসেন বাংলাদেশের তারকা নায়ক শাকিব খান। তিনি বলেন, 'আমাদের আলাদা করে দেখার কিছু নেই। আমাদের পছন্দের শহর ঢাকা বা কলকাতা এভাবে বলার কিছু নেই। আমাদের একটাই পরিচয় হওয়া উচিত, আমরা বাঙালি। এই কোলাবরেশনটাই কাজ করছে বাংলা ছবির উন্নয়নের জন্য। ৪০ কোটি বাঙালি গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে। এর থেকে অনেক কম সংখ্যাগরিষ্ঠতে নিয়ে মালয়ালি, পাঞ্জাবি, তামিল, তেলুগু ফিল্ম অনেকটা এগিয়ে গিয়েছে। গতবছর প্রিয়তমা, সুড়ঙ্গ.. এই বছর 'তুফান' আন্তজাতিকভাবে মুক্তি পেল। বিদেশে মানুষ যে বাংলাকে কতটা মিস করে, সেটা আমরা 'তুফান' মুক্তির পরে দেখতে পেলাম। UAE -তে শো শুরু করার সঙ্গে সঙ্গেই শো হাউজফুল হয়েছে। সান ফ্রান্সিসকোতেও ভাল রেসপন্স পেয়েছে এই ছবি। বাংলা ছবি ১০০ কোটি কেন, হাজার কোটিতে যেতেও খুব বেশি দেরি নেই। ভাল বাংলা সিনেমা নিজেরা না দেখলে, বাংলার জয় হবে কি করে। সিনেমা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়, সিনেমা একটা শিল্প, কৃষ্টিকে বয়ে নিয়ে চলে। সানফ্রান্সিসকোর একটা হলে একটা হিন্দি ছবি চলছিল আর তুফানও চলছিল। ওখানকার মানুষেরা এসে প্রশ্ন করেছেন এখানে এত ভিড় কেন, কী ছবি চলছে? বাঙালিরা গর্ব করে বলেছে, এখানে বাংলা ছবি চলছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।