বরং ফিল্ম ইন্ডাস্ট্রির ট্রেন্ড বলছে, প্রেমের ক্ষেত্রে এমন তত্ত্ব খাটে না। নইলে প্রাক্তন স্ত্রী ও সন্তানদের সঙ্গে বর্তমানের ছবি তোলা, একসঙ্গে পার্টি করা, এসব তো এখন বলিউডে হচ্ছে অহরহ। টলিউডও ব্যতিক্রম নয়। প্রমাণ করলেন মিমি। সম্প্রতি রাজ-শুভশ্রীর সন্তান আগমনের বার্তায় শুভেচ্ছায় ভেসেছে সোশ্যাল মিডিয়া। কিন্তু বহুক্ষণ নীরব ছিলেন মিমি।
তাহলে কি পুরনো ত্রিকোণ-প্রেমের টানাপোড়েন থেকে আজও বেরোতে পারেননি মিমি? একটা সময় টলিউডে রাজ-মিমি-শুভশ্রীর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল তুঙ্গে। পরে শুভশ্রীই রাজের জীবনসঙ্গী হন।
এবার মা হতে চলেছেন শুভশ্রী। সেই খবর মিষ্টি করে জানিয়েওছেন তিনি। লিখেছেন, ''উই আর প্রেগন্যান্ট''।
পুরনো টানাপোড়েন ভুলে শেষমেষ মিমিও তাতে কমেন্ট করেছেন , কনগ্র্যাচুলেশনস। দিয়েছেন লাভ ইমোজি।
শুভশ্রীও ধন্যবাদ জানাতে ভোলেননি।
এই নিয়েই এখন সরগরম টলিউড।
যদিও প্রাক্তন-বর্তমানের বন্ধুত্বের গল্প টলিউডে এখন নতুন কিছু নয়। কিছুদিন আগে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় তাঁর প্রাক্তন স্ত্রী অনিন্দিতা ও অধুনা প্রেমিকা দেবলীনার সঙ্গে একত্রে ফটোশুটও করেন! তাহলে কী বুঝছেন!