শিগগিরিই আসছে ভারতের বাজারে, জেনে নিন OnePlus 8 OnePlus 8 Pro ফোনের দাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 May 2020 10:28 AM (IST)
করোনা সতর্কতা মেনেই চলছে উৎপাদনের কাজ। বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণে, চেন্নাই, দিল্লি, মুম্বইতে শুরু হয়েছে ডোরস্টেপ রিপেয়ার সার্ভিসও।
নয়ডা: গ্যাজেটপ্রেমীদের জন্য সুখবর! মে-মাসের শেষের দিকেই ভারতের বাজারে আসতে চলেছে ওয়ানপ্লাস ৮। ওয়ানপ্লাসেরই এক উচ্চপদস্থ আধিকারিকের সূত্রে পাওয়া খবর অনুসারে, ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮ প্রো দুটি ফোনই তৈরি হচ্ছে নয়ডার ম্যানুফ্যাকচারিং ইউনিটে। খুব শিগগিরিই ভারতের বাজারে আসতে চলেছে দুটি ফোন। মাসখানেক আগেই প্রকাশ্যে এসেছে ওয়ান প্লাসের এই দুই নতুন মডেল। আরও একটি নতুন ওয়ানপ্লাস প্রোডাক্ট বাজার মাতাচ্ছে। বুলেটস ওয়্যারলেস Z হেডফোন, দাম মাত্র ১৯৯৯। সূত্রের খবর, ওয়ানপ্লাস ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার বিকাশ অগ্রবাল জানিয়েছেন, গত সপ্তাহ থেকেই কোম্পানির নয়ডা ফ্যাক্টরিতে শুরু হয়েছে কাজ। করোনা সতর্কতা মেনেই চলছে উৎপাদনের কাজ। বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণে, চেন্নাই, দিল্লি, মুম্বইতে শুরু হয়েছে ডোরস্টেপ রিপেয়ার সার্ভিসও। দুটি ফোনের মডেল লঞ্চের সময়ই জানা গিয়েছিল, OnePlus 8 OnePlus 8 Pro দুটি ফোনই আমেরিকার বাজারের থেকে কম দামে মিলবে এ দেশে। মে মাসের শেষে ভারতীয় বাজারে আসবে ওয়ান প্লাসের দুটি নতুন মডেল - এই তথ্যেই সন্তুষ্ট নন ফোন-প্রেমীরা। তাঁরা জানতে চান, সঠিক তারিখ ও দাম। মনে করা হচ্ছে, ৬ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজের ওয়ান প্লাস ৮ এর দাম হবে ৪১,৯৯৯ টাকা। আর OnePlus 8 Pro এর দাম শুরু হবে ৫৪,৯৯৯ টাকা, ৮ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজের জন্য। ৮GB RAM + ১২৮GB স্টোরেজ মডেল ও ১২GB RAM and ২৫৬GB storage ওয়ানপ্লাস ৮ এর দাম হবে ৪৪৯৯৯ থেকে ৪৯৯৯৯ এর মধ্যে। ১২GB RAM, ২৫৬GB স্টোরেজ ওয়ানপ্লাস ৮ প্রো ফোনের দাম হবে ৫৯৯৯৯ টাকা।