কলকাতা: মুক্তির অপেক্ষায় 'মিনি' (Mini)। মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) পরিচালিত এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Actor and MP Mimi Chakraborty) ও খুদে শিল্পী অয়ন্যা চট্টোপাধ্যায়কে (Ayanna Chatterjee)। জোর কদমে চলছে প্রচার। 


'মিনি মেলা'য় মিমি ও মিনি


সম্প্রতি 'মিনি' ছবির পুরো টিম হাজির হয়েছিল কসবা রথতলায় আয়োজিত 'মিনি মেলা'য় (Mini Mela)। মিমি চক্রবর্তী, অয়ন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মৈনাক ভৌমিকও। 


ছবিতে মিনির চরিত্রে অয়ন্যাকে দেখা যাবে। তাঁর মাসি তিতলির চরিত্রে অভিনয় করছেন মিমি। এদিন মেলাপ্রাঙ্গনে তাঁদের বেশ খোশ মেজাজে দেখা গেল। খাওয়া দাওয়া থেকে শুরু করে নানা ধরনের খেলায় মাতলেন পর্দার মাসি-বোনঝি। 


ফুচকা খাওয়া থেকে ড্রাগন রাইড, স্যুইঙ্গিং কার, ক্যাটারপিলার রাইড, কোনও কিছু উপভোগ করতেই বাদ রাখেননি। কখনও রাইড থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়লেন তারকা সাংসদ তো কখনও অনুরাগীদের আবদারে 'বেলুন শ্যুটিং'ও করলেন। 


মাসি বোনঝি জুটির মিষ্টি রসায়ন সামনে থেকে দেখলেন অনুরাগীরা। এবার সেই ছাপই পড়তে চলেছে বড়পর্দায়, ৬ মে। 




'মিনি' ছবি সম্পর্কে


'মিনি' এক টিনএজার বোনঝি এবং তাঁর মাসির গল্প। তাঁদের একসঙ্গে বেড়ে ওঠার গল্প। কেবল বয়সে বড় হওয়া নয়, দায়িত্ববোধেও বড় হওয়ার গল্প বলবে 'মিনি'। এই ছবি বন্ধুত্বের গল্প বলবে, মাতৃত্বের গল্পও বলবে।


এই ছবিতে মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, কমলিকা বন্দ্যোপাধ্য়ায়, রুদ্রজিৎকেও (Mithu Chakraborty, Saptarshi Moulik, Kamalika Banerjee, Rudrajit) অভিনয় করতে দেখা যাবে।


ছবি প্রযোজনা করছেন সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল ভাঞ্জার সংস্থা 'স্মল টক আইডিয়াজ' (Small Taalk Ideas)। সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি, রণজয় ভট্টাচার্য, মৈনাক মজুমদার। ছবিতে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন সোমলতা আচার্য চৌধুরী (Somlata Accharaya Chowdhury), লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty), সায়নী ও পৃথা।