সন্দীপ সমাদ্দার, ঝালদা, পুরুলিয়া: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের। নিহত কংগ্রেস (Congress) কাউন্সিলর তপন কান্দুর ছেলের দাবি, খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ভীম তিওয়ারি শনিবার রাস্তা আটকে হুমকি দেয়।


কী হুমকি?
তপন কান্দুর (Tapan Kandu) খুনের মামলার তদন্ত নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, এই কথা বলে বলে প্রাণনাশের হুমকি দিয়েছে ভীম তিওয়ারি। এই ঘটনার পর ভীম তিওয়ারির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত কংগ্রেস নেতার ছেলে। এর আগে তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুও ভীম তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ করেন।


কী বলেছেন পূর্ণিমা কান্দু?
নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর অভিযোগ, 'স্টেশন মার্কেট গিয়েছিল আমার ছেলে। প্রথম থেকেই আমি ভীমের নামে অভিযোগ করেছি। কাল আমার ছেলেকে বলেছে তোদেরকেও মেরে শেষ করে দেব। আমরা আশঙ্কায় রয়েছি। আমার স্বামীকে ওরা মেরেছে। আমার ছেলেকেও বলছে।'


অভিযোগ অস্বীকার ভীমের:
অভিযুক্ত ভীম তিওয়ারি বলেন, 'আমার বন্ধুর সেমিনারে গিয়েছিলাম। ছেলের জন্য কাপড় নিয়েছি। সাড়ে নটা থেকে বাইরে ছিলাম। বিকেল সাড়ে চারটের সময় বাড়ি ফিরেছি। আমি পুরুলিয়া গিয়েছিলাম। কোনও হুমকি দিইনি। আমি রাস্তার মাঝে হুমকি দিলে দশ-বিশটা লোক তো দেখবে।'


কটাক্ষ বিজেপির:
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'এটা নতুন কী, হুমকি দিচ্ছে, মেরে দিচ্ছে। সরকারের কোনও কন্ট্রোল নেই।' 


এর আগে ঝালদাকাণ্ডে (Jhalda Murder Case) উঠে এসেছে প্রাক্তন যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর (Binoy Mishra) নাম। ২০১৭ সালে ঝালদা পুরসভার তৃণমূল (TMC) কাউন্সিলরের সঙ্গে হাত মিলিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন তপন কান্দুরা (Tapan Kandu Murder)। তখনই বিনয় মিশ্র ঝালদায় এসে তাঁদের হুমকি দেন বলে অভিযোগ। বিনয়ের ঝালদা আসার বিষয়টি স্বীকার করে নিয়েছেন তৃণমূলের চেয়ারম্যানও। এই সেই বিনয় মিশ্র, যিনি গরু এবং কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত, যিনি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে, দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে আত্মগোপন করে আছেন বলে সিবিআই সূত্রে দাবি।


আরও পড়ুন: পদ্মার ইলিশ থেকে ঢাকাই জামদানির সম্ভার! ভারত-বাংলাদেশ সীমান্তে শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশানাল হাট’