মৈনাক ভৌমিকের নতুন ছবিতে বন্ধুত্বের গল্প বলতে আসছেন মিমি

মৈনাক ভৌমিকের পরিচালনায় এর অসমবয়সী বন্ধুত্বের গল্প বলতে পর্দায় আসছেন মিমি চক্রবর্তী।

Continues below advertisement

কলকাতা: বন্ধুত্বের বয়স হয় না। সমবয়সী নয়, বন্ধুত্বে বোধহয় সবচেয়ে জরুরী মনের মিল। মৈনাক ভৌমিকের পরিচালনায় এর অসমবয়সী বন্ধুত্বের গল্প বলতে পর্দায় আসছেন মিমি চক্রবর্তী। আর এই ছবির হাত ধরেই বাংলা ইন্ডাস্ট্রিতে প্রযোজনার দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল ভাঞ্জা। ছবির নাম 'মিনি'

Continues below advertisement

হালকা হলুদ টি শার্ট আর মাথার হেয়ার ব্যান্ড। ঠোঁটের ওপর গোঁফের মত করে ধরা পেনসিল। ঠিক ছোটবেলার খেলার মত। নতুন ছবিতে মিমি চক্রবর্তীর প্রথম লুকেই ছিল চমক। চিত্রনাট্যে মিমির নাম তিতলি। আর তার পাশেই স্কুলের পোশাকে, দুটো ঝুঁটি বেধে বসে ছোট্ট অয়না চট্টোপাধ্যায়। তার ঠোঁটের ওপরেও একইভাবে ধরা পেনসিল। ছবির নাম ভূমিকায় রয়েছে এই একরত্তিই। গল্পের নাম 'মিনি'। মৈনাক ভৌমিকের পরিচালনায় এই প্রথমবার কাজ করবেন মিমি চক্রবর্তী।

আজই প্রকাশ পেল নতুন ছবির প্রথম লুক। পোস্টারেই আঁচ করা যায়, ছবির গল্প আবর্তিত হবে তিতলি ও মিনি-র অসমবয়সী বন্ধুত্বকে ঘিরেই। প্রিয় বন্ধু হওয়ার মধ্যে কোনও বয়সের সীমরেখা হয় না, সেই বার্তাই দিতে পর্দায় আসছে 'মিনি'। মিমি ও অনন্যা ছাড়াও এই ছবিতে রয়েছে একাধিক তারকা। খুব তাড়াতাড়ি নতুন ছবির শ্যুটিং শুরু করবেন মৈনাক।

অন্যদিকে এই ছবির হাত ধরেই প্রযোজনার দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল ভাঞ্জা (স্মল টক আইডিয়াজ) ও এমকে এন্টারটেনমেন্ট। নতুন এই সফর নিয়ে উৎসাহী তাঁরাও।

সম্প্রতি ইনস্টাগ্রামে ছোটবেলার খেলার একটি ছবি পোস্ট করেছিলেন মিমি। সবুজ মাঠের মধ্যে গাছের ডালে দড়ি দিয়ে বাঁধা টায়ার। সেটাকেই দোলনা হিসাবে ব্যবহার করে দুলছেন মিমি চক্রবর্তী। এক টুকরো ছোটবেলা যেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন মিমি। ক্যাপশানে লিখেছিলেন 'আমার ভিতরের ছোট শিশুটা, যার কখনও বয়স হয় না, সেটাকে বার বার ফিরিয়ে আনতে ভালো লাগে আমার।' সেই সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন, 'যাঁরা আমায় চেনেন এটা জানেন।'

মিমির সেই পোস্টেই কি ছিল তাঁর নতুন চরিত্রের ইঙ্গিত? আপাতত রুপোলি পর্দায় ছোট্ট 'মিনি'-র সঙ্গে বন্ধুত্ব করতে দিন গুনছেন 'তিতলি' মিমি।

Continues below advertisement
Sponsored Links by Taboola