কলকাতা: তাঁর কাছে বয়স সংখ্যামাত্র। অভিনয় থেকে শুরু করে সঞ্চালনার মঞ্চ, সব জায়গাতেই স্বমহিমায় উজ্জ্বল তিনি। বছরের পর বছর, তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক, অবাক হয়েছেন তাঁর ব্যক্তিত্বে। তিনি অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। আর আজ, সোশ্যাল মিডিয়ায় অমিতাভের মজার মোড়কে শেয়ার করা পোস্ট দেখে, ফের যেন নতুন করে অবাক হলেন তাঁর অনুরাগীরা। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় হঠাৎ এই পোস্টে বেশ অবাক হয়েছিলেন তাঁর অনুরাগীরা। চিন্তিতও। নিজের ব্যক্তিগত জীবনকে তেমন প্রকাশ্যে আনতে পছন্দ করেন না মীর আফসর আলি (Mir Afsar Ali)। তবে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি ওষুধের ছবি দিয়ে পোস্ট করেন তিনি। নিছক মজার ছলে সেই পোস্ট করা হলেও, তাঁর অসুস্থতার খবর সত্যিই। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবরগুলি.. দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

সাঁতরে আমেরিকা যেতে চান অমিতাভ!

তাঁর কাছে বয়স সংখ্যামাত্র। অভিনয় থেকে শুরু করে সঞ্চালনার মঞ্চ, সব জায়গাতেই স্বমহিমায় উজ্জ্বল তিনি। বছরের পর বছর, তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক, অবাক হয়েছেন তাঁর ব্যক্তিত্বে। তিনি অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। আর আজ, সোশ্যাল মিডিয়ায় অমিতাভের মজার মোড়কে শেয়ার করা পোস্ট দেখে, ফের যেন নতুন করে অবাক হলেন তাঁর অনুরাগীরা। অমিতাভ বচ্চনের ফিটনেস চিরকালই প্রশ্নাতীত। ৮০-র কোটা পার করেছেন তিনি। তবে নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকার ফলে তিনি যথেষ্ট ফিট। মেনে চলেন কড়া ডায়েটও। আর সদ্য দেওয়া তাঁর ছবি দেখে বোঝা যাচ্ছে, সমুদ্রে সাঁতার কাটছিলেন তিনি। স্নানপোশাকের ওপর অমিতাভ একটি লাইফ জ্যাকেটও পরে রয়েছেন। মাথায় টুপি। এই ছবিতে দেখা যাচ্ছে, তিনি যেন হেঁটে উঠে আসছেন জল থেকে। আর ক্যাপশানে তিনি রেখেছেন একটি মজার কথোপকথন।  সাঁতার কাটতে কাটতে নাকি তাঁর পথপ্রদর্শককে অমিতাভ এক অদ্ভুত প্রশ্ন করে বসেন। তাঁকে ডেকে বলেন, 'আমেরিকা কতদূর?' পথপ্রদর্শক নাকি তখন অমিতাভকে পরামর্শ দেন, এমন প্রশ্ন না করে চুপ করে সাঁতার কাটতে। সোশ্যাল মিডিয়ার এই পোস্টে অনেকেই বিভিন্ন খুনসুটি করেছেন। অনেকে আবার তাঁকে ক্যাপশানে মজা করে তাঁকে বলেও দিয়েছেন আমেরিকার ঠিকানা। অমিতাভ কি সত্য়িই সাঁতরে আমেরিকা পৌঁছতে পারলেন? সেই উত্তর অবশ্য দেননি অমিতাভও। তবে অনুরাগীদের বেশ মনে ধরেছে মজার এই ছবি।

 

অসুস্থ মীর, নড়াচড়া করতে পারছেন না! জানতে পেরে উদ্বিগ্ন অনুরাগীরা

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ এই পোস্টে বেশ অবাক হয়েছিলেন তাঁর অনুরাগীরা। চিন্তিতও। নিজের ব্যক্তিগত জীবনকে তেমন প্রকাশ্যে আনতে পছন্দ করেন না মীর আফসর আলি (Mir Afsar Ali)। তবে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি ওষুধের ছবি দিয়ে পোস্ট করেন তিনি। নিছক মজার ছলে সেই পোস্ট করা হলেও, তাঁর অসুস্থতার খবর সত্যিই। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ওষুধের স্ট্রিপের ছবি শেয়ার করে নিয়েছেন মীর। সেখানে তিনি লিখেছেন, 'দীর্ঘদিন লোয়ার ব্যাক আর এখন হাঁটুর ব্যথায় জর্জরিত মীর আফসার আলী-কে তাঁর চিকিৎসক এই ওষুধটি প্রেস্ক্রাইব করবার সময় একটু সেনসিটিভ হলে খুব খুশী হতাম। যে মানুষটা ঠিক করে নড়াচড়া করতে পারছে না, তাকে কেউ POLVOLT খেতে বলে? খাওয়ার আগেই টেনশনে পড়ে গেলাম। কারেন্ট না মারে!' নিছক মজার পোস্ট, বুদ্ধিদীপ্তও বটে। তবে এই পোস্টের ফলে আড়ালে থাকেনি মীরের অসুস্থতার খবরটা। অনেকেই কমেনবক্সে সুস্থতা কামনা করেছেন সঞ্চালক-অভিনেতার। মীর কিছুদিন আগেই শরীরচর্চা শুরু করেছিলেন নিয়মিত। সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো সেই ছবিও শেয়ার করে নিতেন তিনি। তবে বর্তমানে সম্ভবত অসুস্থতার কারণেই জিমে শরীরচর্চা বন্ধ রয়েছে তাঁর। 

 

আরও পড়ুন: Top Entertainment News: রামমন্দির উদ্বোধনে আমন্ত্রিত সুভাষ ঘাই, উদয়পুরে সাত পাকে বাঁধা পড়বেন ইরা-নূপুর, নজরে বিনোদনের সারাদিন