মুম্বই: ১ বছরে পড়েছে শাহিদ কপূরের মেয়ে মিশা। কয়েকটা দাঁতও বেরিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার কচি মুখের হাসির ছবি।

ছবিটি পোস্ট করেছেন মিশার মা মীরা রাজপুত। বাবার কোলে বসে হাসছে মিশা। আর আপ্লুত মুখে মেয়েকে দেখছেন শাহিদ।

নীচে মীরার ক্যাপশন, হ্যাপিনেস।

[embed]https://www.instagram.com/p/Bb9EyD6lwI7/[/embed]

স্ত্রীর এই ছবিটি তুলে দিয়েছেন শাহিদ। মীরা পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম পেজে।

[embed]https://www.instagram.com/p/BcCfKd5FHXU/?taken-by=mira.kapoor[/embed]