কলকাতা: এবারেও হতাশ করল ভারত। ‘মিস ইউনিভার্স ২০২৪’-এর মুকুট উঠল ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়া থিলভিগের (Victoria Kjær Theilvig) মাথায়। চলতি বছরে মিস ইউনিভার্স আয়োজিত হয়েছিল মেক্সিকোয়। বাকি সকালের মধ্যে এই সেরার শিরোপা ছিনিয়ে নিলেন ভিক্টোরিয়া। এবার ‘মিস ইউনিভার্স’ -এর ৭৩তম প্রতিযোগিতাটি আয়োজিত হয়েছিল মেক্সিকোয়। তাঁর মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দিলেন তাঁর পূর্বসূরী নিকারাগুয়ার শেনিস। গোটা বিশ্বের সামনে সম্মানিত হলেন ভিক্টোরিয়া। গোটা বিশ্ব শুভেচ্ছা জানাল তাঁকে।
প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভারতেরও এক প্রতিযোগী। তাঁর নাম রিয়া সিংহ। কিন্তু সেরা ১২ জনের মধ্যেও থাকতে পারলেন না রিয়া। তার আগেই বাদ পড়লেন তিনি। রিয়ার বয়স ১৯ বছর। কিন্তু তাঁর মাথায় সেরার শিরোপা উঠল না। সেপ্টেম্বর মাসে মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন রিয়া। তাঁর মাথায় মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট পরিয়ে দিয়েছিলেন উর্বশী রাউতেলা। এরপরে আশা ছিল, রিয়াকে দেখা যাবে মিস ইউনিভার্সের মঞ্চে অন্তত সেরা ৩জনের মধ্যে। কিন্তু সেরা ৩০-এর গন্ডি পেরিয়ে গেলেও, সেরা ১২-র গন্ডি থেকে বাদ পড়লেন রিয়া। আর সেই খেতাব জিতে নিলেন ভিক্টোরিয়া।
ডেনমার্কের সুন্দরীর মাথায় উঠল এই খেতাব। মেক্সিকোর মারিয়া ফরনান্দা বেল্ট্রান দ্বিতীয় হন। তৃতীয় হন নাইজেরিয়ার প্রতিযোগী। ৭৩ তম মিস ইউনিভার্স এবার মেক্সিকোতে অনুষ্ঠিত হল। সেখানে সেরা ৫ প্রতিযোগী হিসেবে জায়গা করে নিয়েছিলেন মেক্সিকো, নাইজেরিয়া, থাইল্যান্ড, ভেনেজুয়েলা, এবং ডেনমার্কের প্রতিযোগীরা।
ডেনমার্ক এই বছর যে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ইতিহাস তৈরি করল এই কথা বলাই যায়। কারণ এবারের এই খেতাব উঠেছে সেই দেশের ২১ বছর বয়সী ভিক্টোরিয়া কেয়ারের মাথায়। এই প্রথম ডেনমার্কের কেউ এই খেতাব অর্জন করলেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছে গোটা বিশ্ব। প্রত্যেকেই মনে করছেন এবার যোগ্য প্রতিযোগী ছিল ভিক্টোরিয়া। তবে মন খারাপ ভারতীয়দের। এবারও পাওয়া হল না সেরার শিরোপা।
আরও পড়ুন: Diljit Dosanjh: গানের কথা নিয়ে বিতর্ক, আইনি নোটিশ পেয়ে লিরিক্স বদলে দিলেন দিলজিৎ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।