কলকাতা: ছবির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এই ছবিকে ফের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছেন রাকেশ রোশন। শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খান অভিনীত এই ছবি ৩০ বছর আগেও চূড়ান্ত হিট একটা ছবি হিসেবেই ছিল। আর ৩০ বছর পরেও সেই ছবি একই ম্যাজিক দেখাবে বলে ভাবনা প্রযোজক-পরিচালকের। তবে জানেন কি? এই ছবিটি করতে প্রথমে রাজিই হননি শাহরুখ খান (Shah Rukh Khan)। তিনি বিশ্বাসই করতে পারেননি ছবিটা এত ভাল চলবে। অন্যদিকে সলমনও এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন না। ছবির ৩০ বছর পূর্তিতে সেই তথ্যই প্রকাশ্যে আনলেন রাকেশ। 


রাকেশ রোশন জানিয়েছিলেন, প্রথমে এই ছবিটি করার জন্য রাজি হননি শাহরুখ খান। তিনি অরাজি হওয়ায় কথা হয়েছিল, আমির খানকে (Amir Khan)-কে এই ছবিতে নায়কের চরিত্রে নেওয়া হবে। অন্যদিকে প্রথমে কাস্টিং করার কথা ছিল না সলমন খানকেও। সলমনের জায়গায় কাস্টিং করার কথা ছিল অজয় দেবগণকে। তবে পরবর্তীতে শাহরুখ ও সলমনকে নিয়েই তৈরি হয় ছবিটি। রাকেশ রোশন জানিয়েছিলেন, তিনি দুই রোম্যান্টিক হিরোকে কাস্টিং করার কথা ভেবেছিলেন যাঁদের দর্শক তেমন অ্যাকশন দৃশ্যে দেখেননি। সেই কারণেই ছবিটি নিয়ে অনেকেরই আশা ছিল না। তবে রাকেশ রোশনের ভরসা ছিল, এই ছবি ভাল ফল করবেই। 


তবে শাহরুখ প্রথমে এই ছবিটি না করতে চেয়েও পরে ফিরে এসেছিলেন নিজেই। জানিয়েছিলেন তিনি কাজ করতে চান রাকেশ রোশনের সঙ্গে। ফলে আমিরকে বাদ দিয়ে ফের নেওয়া হয় শাহরুখ খানকেই। তবে সেই সময়ে শাহরুখের সঙ্গে পাওয়া যায়নি অজয় দেবগণকে। বরং ফাঁকা ছিলে সলমন খান। সেই কারণেই তাঁদের দুজনকে নিয়ে তৈরি হয় কর্ণ অর্জুন। বাকি ইতিহাস সবারই জানা। শাহরুখ ও সলমন দুজনের কেরিয়ারেই অন্যতম সেরা ছবি এই কর্ণ-অর্জুন। 


 






আরও পড়ুন: Bollywood News: সিনেমা ফ্লপ হলে ফিরিয়ে দেন পারিশ্রমিক! কোন বলিউড হিরো এই কাজটি করেন?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।