কলকাতা: বিতর্কের মুখে পড়ে গানের কথা বদল করে নিলেন দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। ১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার হায়দরাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা দিল-লুমিনাটি কনসার্ট, আর তার আগে তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে নোটিস পেয়েছিলেন দিলজিৎ। নোটিস পেয়েছিলেন অনুষ্ঠানের আয়োজকেরাও। নোটিসে বলা হয়েছিল যে দিলজিৎ যেন কোনোভাবেই এই কনসার্টে এমন কোনো গান না গান যাতে অ্যালকোহল, ড্রাগ কিংবা হিংসার প্রচার করা হয়েছে। এর আগেও এমন কিছু কিছু গান নিয়ে বিতর্কের (Diljit Dosanjh Concert) মুখে পড়েছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। তাই এবার অনুষ্ঠানের আগেই আগাম সতর্কবাণী জারি করেছিল তেলেঙ্গানা সরকার।
আর এই বিতর্কের মুখে পড়েই কনসার্টে গানের লিরিক্স বদলে দিলেন দিলজিৎ। তাঁর গানে একটা জায়গায় মদ-এর উল্লেখ ছিল। তিনি নিজের শো-তে তাঁর যে গানে মদের উল্লেখ ছিল সেখানে মদ-এর বদলে 'কোক' শব্দটি বেছেছেন দিলজিৎ। আর এই অনুষ্ঠানের পরেই দিলজিতের পাশে দাঁড়িয়ে অনুরাগীদের মন্তব্য, 'তেলঙ্গনা সরকার.. লজ্জা করো'। দিলজিতের বুদ্ধিদীপ্তভাবে মঞ্চেই গানের লিরিক্স বদলে দেওয়াকে সাধুবাদ দিয়েছেন অনেকেই। তাঁর এদিনের অনুষ্ঠানে তিনি কোনও গানে মদ বা ড্রাগ বা হিংসা সংক্রান্ত কোনও একটা মন্তব্যও করেননি।
দিলজিৎ দোসাঞ্ঝের অনুরাগীরা বহু সময় ধরেই অপেক্ষায় ছিলেন এই হায়দরাবাদের কনসার্ট নিয়ে। একটি টিকিটও বাকি থাকেনি বিক্রি হতে। ২৬ অক্টোবর নয়া দিল্লি দিয়ে শুরু হয়েছিল এই বছরের 'দিল-লুমিনাটি' ট্যুর যা মোট দেশের ১১টি শহরে আয়োজিত হবে। দিল্লি, জয়পুরে ও হায়দরাবাগে হয়ে গিয়েছে, এবার বাকি আরও ৮টি শহরে হবে এই অনুষ্ঠান। WHO-এর মতে ১৩ বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে ১২০ ডেসিবেলের উপর শব্দ প্রাণহানির কারণ হতে পারে। এছাড়া কনসার্টে উচ্চ মাত্রার শব্দ, তীব্র আলোর ব্যবহার হয়ে থাকে যা শিশুর স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলতে পারে। অনুষ্ঠানের আগে দিলজিৎ এবং তাঁর অনুষ্ঠানের আয়োজকরা এই নির্দেশিকা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এদিনের কনসার্টে দেখা গেল, সেই নিয়ম মেনে চললেন দিলজিৎ
আরও পড়ুন: Shah Rukh-Salman: কর্ণ-অর্জুন-এ অভিনয় করতে চাননি শাহরুখ! প্রথম পছন্দ ছিলেন না সলমনও
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।