নয়াদিল্লি: মিস ইউনিভার্সের মঞ্চে নজর কাড়েন অনেকেই, জিতে নেন খেতাবও। ২০২২ এর মিস ইউনিভার্স (Miss Univarse 2022)-এর মঞ্চ থেকে এই বছর খেতাব জিতে নিয়েছেন মার্কিন সুন্দরী। আর'বনি গ্যাব্রিয়েল (R'Bonney Gabriel)-জিতে নিয়েছেন মিস ইউনিভার্স ২০২২-এর খেতাব। এই মঞ্চে প্রতিযোগী ছিলেন এক ভারতীয় কন্যাও। কিন্তু এই বছর প্রতিযোগিতায় জয় না পেলেও নজর কাড়ছেন তাইল্যান্ডের প্রতিযোগী।
এই বছর তাইল্যান্ড সুন্দরী অ্যানা সুয়েনগাম (Anna Sueangam) লড়াই করেছেন মিস ইউনিভার্স ২০২২-এর খেতাবের জন্য। তিনি সফলতা পাননি বটে, তবে নজর কেড়েছিল অ্যানার পোশাক। কী সেই পোশাকের বিশেষত্ব? অ্যানার পোশাক তৈরি করতে ব্যবহার করা হয়নি কোনও কাপড়। গোটা পোশাক তৈরি হয়েছে ঠাণ্ডা পানীয়র ক্যানের ঢাকনা ও হীরে। ক্যানের পুল ট্যাবস জুড়ে জুড়ে বানানো হয়েছিল গোটা গাউন আর সেই পুল ট্যাবের প্রত্যেকটিতে বসানো ছিল একটি করে বড় হীরে। সেই পোশাকেই মঞ্চে ঝলমল করে ওঠেন মিস তাইল্যান্ড।
কিন্তু কেন পোশাক তৈরির এই অদ্ভুত ভাবনা? জানা যাচ্ছে, অ্যানা সুয়েনগামের মা ও বাবা দুজনেই রাস্তা পরিষ্কারের কাজের সঙ্গে যুক্ত। সাফাই কর্মী। ছোটবেলা থেকেই অ্যানার দিন কেটেছে অভাবে। কিন্তু কখনও নিজের লক্ষ্যকে হারিয়ে যেতে দেননি অ্যানা। অটল ছিলেন, খেটেছেন তাঁর লক্ষ্যে।
আরও পড়ুন: Miss Universe 2022: মিস ইউনিভার্সের মুকুট হাতছাড়া ভারতের দিভিতার, জয়ী মার্কিন সুন্দরী
ঠাণ্ডা পানীয়র ক্যানের ঢাকনা দিয়ে পোশাক তৈরি করে অ্যানা বোঝাতে চেয়েছেন তাঁর ছোটবেলার লড়াইয়ের কথা। এই পোশাক তাঁর মা ও বাবার কাজের প্রতি সম্মান প্রদর্শন করছে। অ্যানার এই পোশাক বানিয়েছে মণিরত (Manirat)। সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন অ্যানা, জিতে নিয়েছেন তামাম দর্শকের ভালবাসা। অনেকেই তাকে খেতাব দিয়েছেন 'দ্য গার্বেজ বিউটি কুইন' (the garbage beauty queen) নামে।
খেতাব না জিততে পারলেও অ্যানার এই অভিনব ভাবনা প্রশংসিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঠাণ্ডা পানীয়র ক্যানের ঢাকনা দিয়ে তৈরি এই পোশাকের ছবি।
এই বছর মিস ইউনিভার্স ২০২২-এর মুকুট জিতে নিলেন আর'বনি গ্যাব্রিয়েল (R'Bonney Gabriel)। তাঁকে মুকুট পরালেন ২০২১ সালের ভারতীয় সুন্দরী হরনাজ সিন্ধু। গতবছর তিনিই জিতেছিলেন এই খেতাব।
আর'বনি গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার, মডেল এবং সেলাই প্রশিক্ষক হিসেবে কাজ করেন। তাঁর নিজের একটি পোশাক তৈরির সংস্থাও রয়েছে। মিস ভেনিজুয়েলা আমান্ডা দুদামেল এবং মিস ডোমিনিকান রিপাবলিক আন্দ্রেনা মার্টিনেজ দ্বিতীয় ও তৃতীয় স্থানে নির্বাচিত হয়েছেন।