মুম্বই: মিস ওয়ার্ল্ড হওয়ার পর এবার বিজ্ঞাপনেও মুখ দেখাতে চলেছেন মানুষী ছিল্লার। অলঙ্কার বিপণী মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করেছে তাঁকে। বিশ্বের বাজারে এই সংস্থাকে ছড়িয়ে দেওয়ায় মানুষী সাহায্য করবেন।
মানুষী জানিয়েছেন, ভারতীয় হিসেবে তিনি গর্বিত। যাবতীয় উৎসব ও অনুভূতি পালন করে এই দেশ। মালাবার গোল্ডের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি খুশি।
[embed]https://www.instagram.com/p/Bgx14JJBV0n/?utm_source=ig_embed[/embed]
মালাবার গোল্ড জানিয়েছে, বুদ্ধিমতী হওয়ার পাশাপাশি মানুষী নানারকম সমাজসেবা মূলক কাজও করেন। তাদের আশা, মালাবার ও মানুষী- উভয়ের সঙ্গে যুক্ত সকলের জীবনই এই সম্পর্কের ফলে আরও উন্নত হবে।
এবার এই অলঙ্কার বিপণীর বিজ্ঞাপনে দেখা যাবে বিশ্বসুন্দরী মানুষী ছিল্লারকে
ABP Ananda, Web Desk
Updated at:
06 Apr 2018 11:10 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -