নয়াদিল্লি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। মুক্তি পেল অক্ষয় কুমার (Akshay Kumar) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra) অভিনীত 'মিশন রানিগঞ্জ' ছবির ট্রেলার (‘Mission Raniganj' Trailer Out)। যেমন আশা করা হয়েছিস, তাও ছাপিয়ে গিয়েছে বলেই দাবি অনুরাগীদের। এই ছবি মূলত তৈরি হয়েছে এক ভয়াবহ কয়লাখনির দুর্ঘটনাকে কেন্দ্র করে যা নাড়িয়ে দিয়ে যায় গোটা দেশ, গোটা পৃথিবীকে। সেই দুর্ঘটনায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার জন্য যশবন্ত সিংহ গিলের (Jaswant Singh Gill) অক্লান্ত পরিশ্রমের কাহিনি জানবে গোটা দেশ, এই ছবির মাধ্যমে। 


প্রকাশ্যে 'মিশন রানিগঞ্জ' ছবির ট্রেলার


ফিল্মটি এক কয়লাখনি দুর্ঘটনা নিয়ে যা দেশ ও বিশ্ব নড়ে বসেছিল এবং যশবন্ত সিংহ গিলের নেতৃত্বে উদ্ধারকারী দলের নিরলস প্রচেষ্টা নিয়ে। 'হিরো' যশবন্ত সিংহ গিল ১৯৮৯ সালের নভেম্বরে রানিগঞ্জে একটি প্লাবিত কয়লাখনিতে আটকে থাকা খনি শ্রমিকদের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে ভারতে একটি সফল উদ্ধার অভিযান ছিল।


‘মিশন রানিগঞ্জ’ ফিল্মের ট্রেলার কোনও সিনেমাটিক প্রদর্শনীর চেয়ে কম নয়। আবেগ, নাটকীয়তা, অনুপ্রেরণা, সাহস এবং প্রাণবন্ত আবহ সঙ্গীতের একটি দুর্দান্ত মিশেল যা কাস্টের দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে সুন্দরভাবে বোনা হয়েছে। অক্ষয় কুমার এবং পরিণীতি চোপড়া অভিনীত এই রেস্কিউ থ্রিলার, বিশাল সংখ্যক কলাকুশলী নিয়ে গর্ব করে এবং রুপোলি পর্দায় চিত্রিত হওয়া অসাধারণ উদ্ধার অভিযান হয়ে উঠতে পারে বলে আশা অনুরাগীদের।


 



ট্রেলারে মিলল খনির তলায় জলের তোড়ে ভেসে যাওয়ার রোমহর্ষক দৃশ্যের ঝলক। তাঁদের উদ্ধার করার জন্য অক্ষয়ের যাত্রাও কেড়েছে নজর। সেই সঙ্গে সহ-অভিনেতারাও কাড়লেন নজর। ঝলক মিলেছে পরিণীতি চোপড়ারও। 


আরও পড়ুন: Swara Becomes Mother: শুরু হল জীবনের নয়া অধ্যায়, স্বরা-ফাহাদের কোলে এল কন্যা সন্তান


অক্ষয় কুমার, পরিণীতি চোপড়ার সঙ্গে এই ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কুমুদ মিশ্র, পবন মলহোত্র, রবি কিষাণ, বরুণ বদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, বীরেন্দ্র সাক্সেনা, শিশির শর্মা, অনন্ত মহাদেবন, জামিল খান, সুধীর পাণ্ড্য, বচন পাচেরা, মুকেশ ভট্ট, ওঙ্কার দাস মানিকপুরি। মানুষের যে কোনও পরিস্থিতিতে মোকাবিলা করতে পারার মতো স্থিতিস্থাপকতা এবং সংকল্পই এই ছবির মূল বিষয়। 


টিনু সুরেশ দেসাইয়ের 'রুস্তম' ছবির পরবর্তী থ্রিলার এই ছবি। 'রুস্তম' ছবির জন্য প্রথম জাতীয় পুরস্কার পান অক্ষয় কুমার। 'মিশন রানিগঞ্জ' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৬ অক্টোবর, ২০২৩ সালে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial